কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনাজয়ীর সংখ্যাও ৩ লক্ষ ছুঁই ছুঁই, আশার আলো বাংলায়

কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনাজয়ীর সংখ্যাও ৩ লক্ষ ছুঁতে চলেছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার মোট করোনা সংক্রমণ ৩ লাখ পেরিয়ে ছিল আগেই। এবার দ্রুত সুস্থতার জেরে করোনাজয়ীর সংখ্যাও ৩ লক্ষ ছুঁতে চলেছে। এক্ষেত্রেও উত্তর ২৪ পরগনা কলকাতার থেকেও আগে ৩ লক্ষের গণ্ডি টপকাতে চলেছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে সাড়ে ৫ হাজারে নিচে নেমে গিয়েছে। বাংলায় ৫৪২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫২৮। উত্তর ২৪ পরগনায় ১১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৬৬৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪১৭৩।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০১৯৭২। শুধু এদিনই কলকাতায় ৫২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৬৬৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৫২৭২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০৩৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩৪৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩০৬৯১০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১০৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪১৭৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৮৬৯৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪০৩৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৫৯৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৪১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯০৫০৪ জন। হাওড়ায় আক্রান্ত ৮৯১৫৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩০২ জন। হুগলিতে ২৪৪ জন বেড়ে আক্রান্ত ৭৬১৬৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৭৬ জন, কোচবিহারে ২৩৬ জন, দার্জিলিংয়ে ২৪৮ জন, কালিম্পংয়ে ২৭ জন, জলপাইগুড়িতে ৪১১ জন, উত্তর দিনাজপুরে ৫৯ জন, দক্ষিণ দিনাজপুরে ৪৪ জন, মালদহে ৬১ জন, মুর্শিদাবাদে ৫৫ জন, নদিয়ায় ৩০৬ জন, বীরভূমে ৮৯ জন, পুরুলিয়ায় ২৯ জন, বাঁকুড়ায় ১৮০ জন, ঝাড়গ্রামে ৯৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৩১২ জন, পূর্ব মেদিনীপুরে ৪৫২ জন, পূর্ব বর্ধমানে ১০৯ জন, পশ্চিম বর্ধমানে ১১৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Kolkata’s Corona infection decreased double than North 24 pargana. All district’s Coronavorus infection are increased.