বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতের সর্বোচ্চ স্কোর
২০১৯ সালের অক্টোবরে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ৬০১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। ৩৩টি চার ও দুটি ছক্কা সম্বলিত ২৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ১৯৫ বলে ১০৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ৯১ রান করেছিলেন রবীন্দ্র জাদেজা। অর্ধশতরান করেছিলেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেও।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা দলগুলির তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ২০২১ সালের জানুয়ারিতে ঘরের মাঠ ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ৬৫৯ রান করে ম্যাচের দ্বিতীয় তথা তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। ৩৬৪ বলে ২৩৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছিলেন কেন উইলিয়ামসন। ২৮টি চার এসেছিল তাঁর ব্যাট থেকে। ১৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন হেনরি নিকোলস। শতরান করেছিলেন ড্যারিল মিচেলও।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বড় ব্যবধানে ম্যাচ জয়ের নিরিখে শীর্ষ স্থানে অবস্থান করছে টিম ইন্ডিয়া। ২০১৯ সালের অক্টোবরে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংস ও ২০২ রানে টেস্ট ম্যাচ জিতেছিল বিরাট কোহলির ভারত। ২০১৯ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ নর্থ সাউন্ডে ৩১৮ রানে টেস্ট ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে জয়
২০২১ সালের জানুয়ারিতে ঘরের মাঠ ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংস ও ১৭৬ রানে টেস্ট ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। ২০২০ সালের ডিসেম্বরে ঘরের মাঠ মাউন্ট মাউনগানুইতে ১০১ রানে টেস্ট ম্যাচ হারিয়েছিল কিউয়ি শিবির।