বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা
এদিন দুপুরের পর থেকে দেওয়া বিভিন্ন সময়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সুন্দরবন, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ, ঝাড়গ্রাম, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে । সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার কথাও বলা হয়েছে।
১০-১৪ জুন ভারী বৃষ্টির সতর্কতা
১০ থেকে ১৪ জুনের মধ্যে রাজ্য জুড়ে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে রাজ্য সরকারও। বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে রাজ্য সরকারকে জানানা হয়। তারপরেই সরকারের তরফ থেকে সতর্কতা জারি করা হয়। এব্যাপারে ১০-১১ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপের কথা বলা হয়েছে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সময়কালে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভফারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হিমালয় সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরবঙ্গের মতোই আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।