নয়াদিল্লি: গত বছর জুলাই মাসে কেন্দ্রীয় সরকার (Central government) নিখরচায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (Micro Small Medium Enterprise) নথিভুক্ত করার জন্য “উদ্যম পোর্টাল” (Udyam portal) নামক একটি পোর্টাল চালু করেছিল। ২ জুন, ২০২১ অনুযায়ী এই পোর্টালে প্রায় ৩১ লক্ষ ৫৬ হাজার জন নথিভুক্ত করেছেন। ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে হওয়া সম্প্রতি ন্যাশনাল স্যাম্পেল সার্ভে (National sample survey) দ্বারা এক সার্ভেতে দেখা গেছে যে দেশে অকৃষিজ ৬ কোটি ৩৩ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প রয়েছে। এর মধ্যে ৬ কোটি ৩০ লক্ষ অতি ক্ষুদ্র সংস্থা, ৫০০০ টি মাঝারি ব্যবসা ও বাকি ৩ লক্ষ ছোটো ব্যবসা রয়েছে।
উদ্যম রেজিস্ট্রেশন কী?
এর আগে ই ফাইলিং (e filing) পদ্ধতির মাধ্যমে উদ্যোগ আধার মেমোরান্ডাম (Udyog Aadhar memorandum) ক্ষুদ্র ও মাঝারি শিল্প নথিভুক্ত করা হতো। এই নতুন পোর্টাল সরকারকে সমগ্র দেশের এই সংক্রান্ত পরিসংখ্যান পেতে সাহায্য করবে। এর মাধ্যমে সরকার পণ্য শ্রেণী (Product category), শিল্পের আকার, শিল্পতে বিনিয়োগ ও বার্ষিক টার্নওভার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। এছাড়াও রাজ্য, শহর ও জেলা হিসেবে সরকার ভৌগলিক ভাবে শিল্প গুলোর সম্পর্কে ধারণা লাভ করবে।
কীভাবে নতুন শিল্প নথিভুক্ত করবেন?
এই পোর্টাল ব্যবহার করা যাবে সম্পূর্ণ নিখরচায়। ব্যবসায়ীরা কোনো রকম কাগজ পত্র জমা না দিয়েই নিজের ব্যবসা নথিভুক্ত করতে পারবেন। আধার কার্ড (Aadhar card) ছাড়া কোনো রকমের কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এই পোর্টালে রেজিস্টর করলে আপনা আপনি ব্যবসা সংক্রান্ত জিএসটি (GST) ও প্যান সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসবে। নথিভুক্ত হয়ে গেলে একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও একটি স্থায়ী রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে। সার্টিফিকেটের QR code দিয়ে ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে।
যে সমস্ত ব্যবসার EM II বা UAM রেজিস্ট্রেশন আছে, তাদের পুনরায় এই পোর্টালে রেজিষ্টার করতে হবে। গত বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve bank of India) পরিষ্কার করে জানিয়েছে যে ৩০ জুন ২০২o এর আগে যে সব EM II বা UAM রেজিস্ট্রেশন হয়েছে সেটা ৩১ মার্চ ২০২১ অবধি গ্রহণযোগ্য। এবং উদ্যম পোর্টালে ১ জুলাই ২০২১ এর মধ্যে তাদের পুনরায় রেজিষ্টার করতে হবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.