কলকাতা২৪x৭ঃ ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা(Rohit Sharma) সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয়। হিটম্যানের(Hitman) বিষয়ে নানান অজানা তথ্য জানতে অনুরাগীরা অধীর আগ্রহে বসে থাকেন। দেশের জার্সি গায়ে ৩৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রোহিত মাঠের ভেতর বেশ গম্ভীর থাকলেও, মাঠের বাইরে এক মজাদার ব্যক্তি। প্রায়ই রোহিত ও তাঁর সতীর্থদের নানা মজাদার পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে আপনারা কী জানান হিটম্যানের জীবনে একটি গভীর সমস্যা রয়েছে। যেই ব্যাটসম্যান মাঠের ভেতর ব্যাট হাতে বোলারদের সমস্যায় ফেলেন, তাঁর কী সমস্যা রয়েছে? হিটম্যানের যে সমস্যা রয়েছে সেটি হল ভুলে যাওয়ার সমস্যা। একবার তো তিনি ভুলে গিয়ে নিজের বিয়ের আংটি হোটেলে ফেলে এসেছিলেন।
রোহিত ২০১৫ সালে প্রেমিকা রিতিকা সাজদেহের(Ritika Sajdeh) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০১৮ জন্ম হয়েছে তাঁদের কন্যা সামায়রার(Samaira Sharma)। তবে রোহিতের বিয়ের আংটি ভুলে যাওয়ার ঘটনাটি সামায়রার জন্মের আগে ঘটেছিল। ২০১৭ সালে এক জনপ্রিয় ইউটিউব শো’য়ে রিতিকা হিটম্যানের ভুলে যাওয়ার বদ অভ্যেস সম্পর্কে প্রথম বলেছিলেন। এরপর শোয়ের সঞ্চালক রোহিতকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি লজ্জার সুরে পুরো ঘটনাটি বলেন। তিনি বলেন, ‘নতুন নতুন বিয়ে হয়েছিল। আংটি পড়ার অভ্যাস ছিল না। তাই আমি শোয়ার সময় আংটি খুলে রাখতাম। আমার আবার দেরি করে ওঠার এবং তারপর এয়ারপোর্টের জন্য দৌড়ানোর একটা বদ অভ্যাস আছে। তাই আমি এয়ারপোর্ট কিংবা ট্রেনিংয়ে যাওয়ার হলে সবসময় আমার সতীর্থদের বলে দিই আমায় ফোন করতে আর না হলে ঘরের দরজায় নক করতে। কিন্তু সেইদিন কেউ ডাকেনি। আমার দেরি হয়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম’।
এরপর হিটম্যান বলেন ঘর থেকে বেড়িয়ে উমেশ যাদবকে(Umesh Yadav) দেখে তাঁর নিজের আংটির কথা মনে পড়েছিল। ‘উমেশ যাদব আমার সামনে থেকে যাওয়ার পর ওর হাতে বিয়ের আংটি দেখে আমার নিজের আংটির কথা মনে পড়ে। তখন আমি বলে উঠি আরে আমার রিং! আমি তাড়াতাড়ি ভাজ্জু(হরভজন সিং) ভাইকে সাইডে নিয়ে গিয়ে বলি তোমার তো হোটেলে চেনাজানা লোক আছে, ওঁকে বলে দেখো হয়তো আংটিটা পেয়ে যেতে পারি। এইভাবে এক এক করে সবাই জেনে গিয়েছিল। আর বিরাট কোহলি(Virat Kohli) তো এটাকে বড় একটা সংবাদ বানিয়ে দিয়েছিল’।
রোহিত এই মুহূর্তে আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের(World Test Championship) জন্য ইংল্যান্ডের সাউদাম্পটনের হিলটন অ্যাজেস বোল হোটেলে ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গে কোয়ারান্টিনে রয়েছেন। আগামী ১৮ জুন ঐতিহাসিক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। সেখানে ব্যাট হাতে দেখা যেতে পারে সীমিত ওভারের ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিতকে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.