মুম্বই: করোনা ভাইরাস এর সেকেন্ড ওয়েভের প্রকোপে স্তব্ধ সব মহল। কর্ম জগতের দিকে চোখ রাখলে দেখা যাবে বড় বড় কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্ক ফ্রম হোম এর পলিসি নিয়েছেন। বিনোদন জগতের কথায় যদি আসি তাহলে মহারাষ্ট্রে খুবই অল্প সংখ্যক কলাকুশলীকে নিয়ে কিছু ক্ষেত্রে শুটিং শুরু হয়েছে, তবে তা মূলত ধারাবাহিক এবং রিয়েলিটি শো এর। কিন্তু বিগ বাজেটের ছবির ক্ষেত্রে যেহেতু কলাকুশলী এবং কাস্ট এন্ড ক্রু এর সংখ্যা থাকে অধিক তাই এই ছবিগুলোর শুটিং আপাতত বন্ধ থাকছে।
এ রকমই একটি ছবি, পরিচালক লাভ রঞ্জনের (Luv Ranjan) আসন্ন রোমান্টিক কমেডি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। এ ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন বনি কাপুর (Boney Kapoor) এবং ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)।
যদিও এই ছবির নাম এখনো স্থির করা হয়নি। চলতি মাসের শুরুর দিকেই হওয়ার কথা ছিল এই ছবির তৃতীয় পর্বের শুটিং। মহারাষ্ট্রে এখনও লকডাউন চলায় শুটিং শুরু করা যায়নি। কিন্তু এর মধ্যেও আশার আলো দেখেছেন এই ছবির নির্মাতারা কারন বেশকিছু রাজ্য ইতিমধ্যেই লকডাউনের করা নিষেধ কিছুটা কম করা শুরু করেছে। মহারাষ্ট্রে যদি লকডাউন এর নিয়ম কিছুটা শিথিল করা হয় তবে এই মাসের কুড়ি তারিখ শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্রের খবর, নয়ডা (Noida) এবং মহারাষ্ট্রে (Maharashtra)লকডাউন এর কথা মাথায় রেখে কলাকুশলীদের সেডিউলকে পুনর্বিবেচনা করছেন এই ছবির সহ প্রযোজক অনুরাগ গর্গ (Ankur Garg)। এও জানা গিয়েছে এই ছবির আগামী শুটিং লোকেশন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বা দিল্লিতে (Delhi) হতে পারে কিন্তু সেটাও নির্ভর করছে কোন রাজ্যে লকডাউন এর নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে তার উপরে। কারণ এই পর্বের শুটিং এর জন্য দরকার কিছু লাইভ লোকেশন। তার থেকেও বড় গুরুত্বপূর্ণ কারণ হলো এই পর্বেই অভিনয় করবেন ডিম্পল কাপাডিয়া এবং বনি কাপুর। কিছু আবেগঘন দৃশ্যের শুটিং হবে এই পর্বে।
যদিও তারপরেও শুটিংয়ের একটি বিরাট অংশ বাকি রয়ে যাবে। এই ছবির শেষ পর্বের শুটিং হবে স্পেনে (Spain)। বিদেশ থেকে শুটিং করে আসার পর এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে এবং তারপরে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এই ছবি।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.