নয়াদিল্লি: পলাতক হীরক ব্যবসায়ী মেহুল চোকসির (Mehul Choksi) মামলায় এবার কেন্দ্রকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন হরিশ সালভে (Harish Salve)। জানা গিয়েছে ভারত সরকারের পক্ষ থেকেই হরিশ সালভের কাছে এই বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। ভারতের হয়ে ডমিনিকার হাই কোর্টে (High Court in Dominica) প্রতিনিধিত্ব করতে পারেন সালভে। সেখানে চোকসির দেশে বেআইনিভাবে প্রবেশ করা নিয়ে মামলা চলছে।
সোমবার একটি বিবতি জারি করে হরিশ সালভের তরফে জানানো হয়েছে, “মেহুল চোকসিরর মামলায় কী কী পদক্ষেপ করতে হবে তা নিয়ে আমি ভারত সরকারকে পরামর্শ দিচ্ছি। ভারত সরকার ডমিনিকান কোর্টে উপস্থিত হওয়া কোনও পক্ষ নয়। আমরা কেবল ডমিনিকান কর্তৃপক্ষকে সহায়তা করছি। যদি ভারতকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয় এবং অ্যাটর্নি জেনারেলের তাঁদের সঙ্গে আমাকে নিতে সম্মত হন তবে আমি ভারতের হয়ে উপস্থিত থাকব।” হরিশ সালভে এর আগে আন্তর্জাতিক আদালতে (India at the International Court of Justice) কুলভূষণ যাদবের মামলায় ( Kulbhushan Jadhav case) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
এদিকে মেুহুল চোকসিকে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সরব ডমিনিকা। যদিও তাকে অ্যান্টিগাতে ফেরত পাঠানো হবে নাকি ভারতে পাঠানো হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি ডমিনিকার হাই কোর্টে। ডমিনিকান পাবলিক প্রসিকিউশন সার্ভিস হাইকোর্টকে এও বলে যে ৬২ বছর বয়সের চোকসি ভারতে ১৩ হাজার ৫০০ কোটি টাকার জালিয়াতি করেছে চোকসি। সে যে আর্জি করেছে তা রক্ষণযোগ্য নয় এবং তার শুনানি করাও উচিত নয়। কিন্তু মেহুল চোকসির কাউন্সিল আদালতে যুক্তি দেখিয়েছে, সে ডমিনিকার পুলিশ হেফাজতে নিরাপত্তা অনুভব করছে না। তাকে অ্য়ান্টিগায় (Antigua) ফেরত পাঠানো হোক। চোকসির আইনজীবীদের মতে যদি তাকে প্রত্যার্পণ করতেই হয় তবে অ্যান্টিগা ও বারবুডার (Antigua and Barbuda ) হাতে তুলে দেওয়া উচিত। সেখানে ইতিমধ্যেই প্রত্যার্পণের মামলা চলছে তার নামে। তার অ্যান্টিগার নাগরিকত্ব প্রত্যাহার করা নিয়েও মামলা চলছে। এই মামলার জটেই চোকসির ভারতে প্রত্যার্পণের ব্যাপার জড়িয়ে যেতে পারে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.