ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্রিজ থেকে পড়ে গেল বাস। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের কানপুরে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন। এই ঘটনায় ৩০ জন গুরুতর জখম হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
কানপুরের উপকণ্ঠে সচেন্দি এলাকা বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারপরই ব্রিজ ভেঙে নিচে পড়ে যায় বাস। এই দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকার্য শুরু করে। স্থানীয়রাও উদ্ধারকার্যে সামিল হয়।
পুলিশ জানিয়েছে, এই সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। আর যাঁরা জখম হয়েছেন তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্য চলছে। বাসের ভিতরে বা ঘটনাস্থলে কেউ আটকে রয়েছে কি না, তা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।