দিলীপকে অন্ধকারে রেখে শুভেন্দুকে কেন তলব দিল্লিতে, বিজেপির অন্দরে বাড়ছে গুঞ্জন

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ডাকা বৈঠকে অন্য অনেকের মতোই গরহাজির থাকলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহের জরুরি তলবে শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন, তাই তিনি অনিশ্চিত থেকেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর দিল্লি সফরের বিষয়টি তাঁর কাছে অজানাই ছিল বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

দিলীপের অজানা ছিল শুভেন্দুর দিল্লি সফরের কারণ

মঙ্গলবার হেস্টিংসে বিজেপির অফিসে জরুরি বৈঠক ডেকেছিলেন দিলীপ ঘোষ। সেই বৈঠকে মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অনেক প্রাক্তন তৃণমূলীই আসেননি। আর শুভেন্দু অমিত শাহের ডাকে গতরাতেই দিল্লি চলে গিয়েছেন। ফলে তিনিও অনুপস্থিত ছিলেন। এ ব্যাপারে দিলীপ ঘোষ জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা নিয়ে তাঁর কাছে কোনও খবর ছিল না।

কেনই বা শুভেন্দুকে জরুরি তলব অমিত শাহের

দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, তিনি জানেন না তাঁর দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য দিল্লি উড়ে গেলেন কেন্দ্রীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি তলবে। কেনই বা তাঁকে ডেকে পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কি রাজ্যে অন্য সমীকরণ তৈরি হচ্ছে বিজেপির অন্দরে? যা দিলীপ ঘোষকে বাইরে রেখেই করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব!

শুভেন্দুকে হঠাৎ তলবে বিজেপির অন্দরে জল্পনা

শুভেন্দু অধিকারীকে হঠাৎ তলবে বিজেপির অন্দরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পদ টলমল। তাছাড়া তাঁর মেয়াদও শেষ হয়ে আসছে। তাঁর জায়গায় শুভেন্দু অধিকারীর নাম নিয়েও জল্পনা চলছে। আগে যেমন মুকুল রায়ের নাম উঠত, এখন উঠছে শুভেন্দুর নাম। যদিও এসব নিছকই জল্পনা বলে মনে করছেন দিলীপ ঘনিষ্ঠ নেতারা।

রাজ্য সভাপতি পদ নিয়ে জল্পনা বিজেপির অন্দরে

বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে ২০২১-এর ডিসেম্বরে। এখন দেখার তাঁকে ডিসেম্বর পর্যন্ত রেখে দিয়েই বিজেপি নতুন মুখ খোঁজে, নাকি দিলীপ ঘোষকে মেয়াদ শেষের আগেই সরিয়ে দিয়ে রাজ্য বিজেপির নেতৃত্বে অন্য কোনও নেতাকে দায়িত্ব দেয়। দলের অন্দরে জল্পনায় নিত্যদিন নতুন নতুন নাম শোনা যাচ্ছে।

যুগলবন্দি কি ভাঙছে, শুভেন্দু-দিলীপের অবস্থান প্রশ্নে

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আসন টলমল একুশের নির্বাচনে গোহারা হারের পর। শুভেন্দু অধিকারী কোনওরকমে জয় পেলেও তিনি তাঁর গুরুত্ব বাড়িয়ে নিতে সমর্থ হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা হয়ে। এই অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চাপে রয়েছেন। তাঁর চ্যালেঞ্জ এখন নিজের পদ ধরে রাখা।

কোন বৈঠক? আমি এ সবের মধ্যে নেই! দিলীপের ডাকা বৈঠকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুকুলেরকোন বৈঠক? আমি এ সবের মধ্যে নেই! দিলীপের ডাকা বৈঠকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুকুলের

More DILIP GHOSH News  

Read more about:
English summary
BJP’s state president Dilip Ghosh doesn’t know about Suvendu Adhikari’s Delhi tour
Story first published: Tuesday, June 8, 2021, 17:01 [IST]