ইউরো শুরুর আগেই ধাক্কা খেল নেদারল্যান্ডস। চোটের কারণে ছিটকে গেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা ২৪ বছরের মিডফিল্ডার ডনি ভ্যান দে বীক।
দেশের হয়ে ডনি ভ্যান দে বীক ১৯টি ম্যাচ খেলেছেন। তবে ইউরোর প্রস্তুতি ম্যাচের একটিতেও তিনি খেলতে পারেননি। আজ জানিয়ে দেওয়া হল চোটের কারণে ইউরোতে তিনি খেলতে পারবেন না। ডাচ ফুটবল সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ডনির পরিবর্ত হিসেবে কাউকে ডাকা হচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে উভসের বিরুদ্ধে ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন ডনি। এরপর ফ্রাঙ্ক ডি বোয়েরের ২৬ সদস্যের ইউরো দলে সুযোগ পান।
স্কটল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে নেদারল্যান্ডস যে প্রস্তুতি ম্যাচে ড্র করেছিল তাতে রিজার্ভ বেঞ্চে থাকলেও মাঠে নামানো হয়নি ভ্যান দে বীককে। এরপর জর্জিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে ডাচরা জেতে। সেই ম্যাচে দলেই ছিলেন না ডনি। তাতেই সংশয় তৈরি হয়েছিল। চোটের কারণেই তাঁকে দলে রাখা হয়নি বলে পরে জানা যায়। তিনি আলাদা করে অনুশীলন করছিলেন। তবে চোট সারিয়ে ফিট হওয়ার সম্ভাবনা না থাকায় তিনি ছিটকে গেলেন ইউরো থেকে।
আমস্টারডামে রবিবার ১৩ জুন গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে খেলবে ডাচরা। ভারতীয় সময় অনুসারে ম্যাচটি শুরু হবে ওইদিন মধ্যরাতের পর অর্থাৎ সোমবার ১৪ জুন রাত সাড়ে ১২টায়। নেদারল্যান্ডসের গ্রুপের অপর দলগুলি হল অস্ট্রিয়া ও উত্তর ম্যাসিডোনিয়া। ১৭ তারিখ তথা ভারতীয় সময়ানুসারে ১৮ জুন রাত সাড়ে ১২টায় নেদারল্যান্ডস-অস্ট্রিয়া ম্যাচ। ২১ জুন ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় ডাচরা মুখোমুখি হবে উত্তর ম্যাসিডোনিয়ার।