প্যারিস: সিটবেল্টটা শক্ত করে বেঁধে নেওয়ার সময় হয়ে গিয়েছে রাফায়েল নাদাল(Rafael Nadal) অনুরাগীদের। টানা আর তিনটে ম্যাচে জয়, তাহলেই সর্বাধিক মেজর জিতে ইতিহাস গড়বেন স্প্যানিশ কিংবদন্তি। তার আগে সোমবার ফরাসি ওপেনে সহজ জয়ে শেষ আট নিশ্চিত করলেন ক্লে-কোর্টের সম্রাট। ইতালির প্রতিশ্রুতিমান টিন-এজ জ্যানিক সিনারকে(Jannik Sinner) স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন রোলাঁ গারোয়(Roland Garros) ১৩ বারের খেতাবজয়ী।

ফরাসি ওপেনে এই নিয়ে টানা ৩৫টি সেট জিতলেন নাদাল। তবে বিশ্বের ১৯ নম্বর সিনার যে আগামীর সম্পদ সেটা প্রথম সেটে টের পেয়েছিলেন ‘রাফা’। তাই প্রথম সেটে পিছিয়ে পড়ে কষ্টার্জিত জয়ের পর নিজেকে গুছিয়ে নেন তিনি। নাদালের পক্ষে এদিন ম্যাচের ফল ৭-৫, ৬-৩, ৬-০। অর্থাৎ, ম্যাচ যত এগিয়েছে এদিন তত সংহার মূর্তি ধারণ করেছেন স্প্যানিয়ার্ড। প্রথম সেটে এদিন একসময় ৫-৩ এগিয়ে গিয়েছিলেন সিনার। কিন্তু ২০টি গ্র্যান্ড স্ল্যামের অভিজ্ঞতার কাছে শেষ অবধি হারতে হয় তাঁকে।

বুধবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নাদালের সামনে আর্জেন্তিনার দিয়েগো সোয়ার্তজম্যান(Diego Schwartzman)। জ্যান লেনার্ড স্ট্রুফকে(Jan-Lennard Struff) স্ট্রেট সেটে হারিয়ে যিনি শেষ আটে পৌঁছেছেন সোমবার। ফরাসি ওপেনে টানা ৩৫টি সেট জয়ের পর নাদাল এদিন জানান, ‘আমি দুর্দান্ত একজন প্লেয়ারের বিরুদ্ধে খেললাম যাঁর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। জিতে দারুণ খুশি।’ প্রথম সেটে সিনারের হুমকি সম্পর্কে নাদাল জানান, ‘শুরুতে দু’টো গেম ভালো খেলার পর হঠাৎ করেই রক্ষণাত্মক হয়ে গিয়েছিলাম কয়েকটা গেমে। আর ওটাই ওঁকে (সিনার) সুযোগ করে দিয়েছিল নিজেকে মেলে ধরার এবং পছন্দমতো শট খেলার। এরপর যদিও ম্যাচে অনেক বদল হয়েছে।’

প্রথম সেটে ৫-৩ এগিয়ে থাকার পর এদিন নাদালের কাছে টানা আটটি গেমে পরাজিত হন সিনার। ওখানেই ম্যাচ মুঠোয় চলে আসে নাদালের। অন্তিম সেটে তো টিন-এজ প্রতিদ্বন্দ্বীকে খাতাই খুলতে দেননি স্প্যানিশ তারকা। উল্লেখ্য, এই নিয়ে ফরাসি ওপেনে তার ১০৪তম ম্যাচটি জিতলেন নাদাল। ২০১৫ কোয়ার্টার ফাইনালের পর থেকে প্যারিসের লাল-সুড়কির কোর্টে এখনও অপরাজিত তিনি। সেবার কোয়ার্টারে জকোভিচের(Novak Djokovic) কাছে পরাজিত হয়েছিলেন ‘রাফা’। যিনি এবার সেমিফাইনালে নাদালের মুখোমুখি হবেন সব ঠিক থাকলে।

আরেক ইতালিয়ান টিন-এজ লরেঞ্জো মুসেত্তির(Lorenzo Musetti) বিরুদ্ধে নাদালকে এদিন ঘাম ঝরিয়ে জিততে হয়েছে। কার্যত খাদের কিনারা থেকে এদিন প্রত্যাবর্তন করেন সার্বিয়ান। চোটের কারণে ওয়াকওভার দেওয়ার আগে এদিন জীবনের সেরা পারফরম্যান্স উপহার দেন মুসেত্তি। টাইব্রেকারে জকোভিচের থেকে প্রথম দু’টো সেট ছিনিয়ে নিলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। পরের দু’টো সেট সহজেই জিতে ম্যাচ নির্ণায়ক পঞ্চম সেটে নিয়ে যান ‘জোকার’। সেখানেও ০-৪ পিছিয়ে থাকা অবস্থায় কোর্ট ছাড়তে বাধ্য হন মুসেত্তি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.