রাজ্যের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৯ জুন বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ১১ জুন নিম্নচাপের প্রভাবে যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে, তেমনই মৌসুমী বায়ু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশেও এই নিম্নচাপের প্রভাবে মৌসুমী বায়ু ছড়িয়ে পড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। রবিবার উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়েছে। ক্রমেই তা উত্তরের জেলাগুলিতে ছড়িয়ে পড়ছে। আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১১ জুন শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী দুদিন দিনের তাপমাত্রা সেরকম না কমলেও তারপরের তিনদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল (২৬.৫)
বালুরঘাট (২৭)
বাঁকুড়া (২৬.৫)
ব্যারাকপুর (২৭.৮)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৭)
ক্যানিং (২৭.৪)
কোচবিহার (২৪.২)
দার্জিলিং (১৩.৬)
দিঘা (২৭.৩)
কলকাতা (২৭.৭)
মালদহ (২৭.৩)
পানাগড় (২৬.৮)
পুরুলিয়া (২৭.১)
শিলিগুড়ি (২৪.৩)
শ্রীনিকেতন (২৫.৫)