Euro 2020: লাতভিয়াকে ৭ গোল, হামেলসের দাবি ইউরোয় শক্তিশালী জার্মানি

ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে ৭-১ গোলে লাতভিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল জার্মানি। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ অব ডেথে ইউরো অভিযান শুরু করবে ফ্রান্সের বিরুদ্ধে।

বড় জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে

লাতভিয়াকে ৭-১ গোলে হারিয়েছে। ১৯ মিনিটে প্রথম গোলটি করেন রবিন গোসেন্স। ২১ মিনিটে ইলকে গুন্দোগানের গোলে ব্যবধান বেড়ে হয় ২-০। থমাস মুলার ২৭ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান। ৩৯ মিনিটে লাতভিয়ার রবার্টস ওজলস আত্মঘাতী গোল করে বসেন। ৪৫ মিনিটে সার্জ নাব্রির গোলে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে ছিল ২০১৪-র বিশ্বচ্যাম্পিয়নরা। ৫০ মিনিটের মাথায় টিমো ওয়েনার গোল করে ৬-০ করেন। ৭৫ মিনিটে লাতভিয়ার অ্যালেজসেজস স্যাভেলজেভস গোল করে ব্যবধান কমালেও এর ঠিক এক মিনিট পরেই লিরয় জানে জার্মানিকে ৭-১ ব্যবধানে এগিয়ে দেন। ইউরো শুরুর আগে প্রস্তুতি ম্যাচে এই বড় জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াল জার্মানির। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারের এটি ছিল শততম আন্তর্জাতিক ম্যাচ।

জার্মানি আরও শক্তিশালী

২০১৮-র রাশিয়ার বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর অনেককেই বাদ দিয়েছিলেন কোচ জোয়াকিম লো। ১৫ বছর জাতীয় দলের কোচ থাকার পর এবারের ইউরোর পরেই দায়িত্ব ছাড়ছেন তিনি। ফলে লো-র বিদায় সুহূর্ত ট্রফি জিতেই মধুর করতে বদ্ধপরিকর জার্মানি। নেশনস লিগে ব্যর্থতা, বিশেষ করে স্পেনের কাছে হাফ ডজন গোল হজমের পর অভিজ্ঞ ম্যাটস হামেলস ও থমাস মুলারকে দলে ফিরিয়েছেন তিনি। হামেলস জানিয়েছেন, গত বিশ্বকাপে আমরা দলগতভাবে খেলতে পারিনি। অনুশীলন বা ম্যাচের সময় ফুটবলারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব ছিল। সে কারণেই সমস্যা হয়েছে। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। প্রত্যেকে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দলগতভাবে সাফল্য আনতে মুখিয়ে রয়েছেন। আমাদের বিশ্বাস রয়েছে, আমরা ট্রফি জিততে পারি। দল সঠিক পথেই রয়েছে।

গ্রুপ অব ডেথ

জোয়াকিম লো-র কোচিংয়ে ২০০৮ সালে ইউরো ফাইনাল খেলেছে জার্মানি। ২০১০-এর বিশ্বকাপে সেমিফাইনাল খেলার পর বিশ্বচ্যাম্পিয়ন হয় ২০১৪ সালে। এবার জার্মানি যে এফ গ্রুপে রয়েছে তাকে গ্রুপ অব ডেথ বলা হচ্ছে। ইউরোতে জার্মানির প্রথম ম্যাচ ১৫ জুন ফ্রান্সের বিরুদ্ধে, তবে ভারতীয় সময়ানুসারে মধ্যরাতের পর অর্থাৎ বুধবার ১৬ জুন রাত সাড়ে ১২টায়। এরপর ১৯ জুন রাত সাড়ে ৯টায় পর্তুগালের বিরুগ্ধে খেলবে জার্মানি। জার্মানি-হাঙ্গেরি শেষ ম্যাচটি আবার ২৩ জুন হলেও ভারতীয় সময়ানুসারে তা হবে ওই দিন মধ্যরাতের পর অর্থাৎ ২৪ জুন রাত সাড়ে ১২টায়।

ছবি- ইনস্টাগ্রাম

সম্ভাব্য প্রথম একাদশ

ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি নামতে পারে ৪-৩-৩ ছকেই। গোলকিপার অধিনায়ক ম্যানুয়েল ন্যয়ার। দীর্ঘ কেরিয়ারে চোট সমস্যা থাকলেও তা জয় করে গত মরশুমেও বায়ার্নের হয়ে অসাধারণ খেলেছেন তিনি। এমনকী এবারের ইউরোর পরই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। ডিফেন্সে থাকতে পারেন লুকাস ক্লোস্টারম্যান, ম্যাটস হামেলস, আন্তোনিও রুডিগার ও রবিন গোসেন্স। মাঝমাঠে টনি ক্রুস, জোশুয়া কিমিচ ও লিওন গোরেৎস্কা। আক্রমণভাগে শুরু করতে পারেন লেরয় সানে, থমাস মুলার ও সার্জ নাব্রি। নজর থাকবে ১৮ বছরের মিডফিল্ডার জামাল মুসিয়ালার দিকে। জার্মানিতেই জন্ম, চেলসি আকাদেমিতে প্রশিক্ষণ পাওয়া এবং ইংল্যান্ডের যুব দলে খেলা মুসিয়ালা বায়ার্নের হয়ে নজরকাড়া ফুটবল খেলেছেন। ভবিষ্যতের তারকা হতে পারেন মুসিয়ালা, প্রতিভা দেখেই তাঁকে জার্মানি দলে আনার উদ্যোগ নিয়েছিলেন খোদ লো।

ছবি- ইনস্টাগ্রাম

More GERMANY News  

Read more about:
English summary
Germany Beat Latvia By 7-1 In Last Warm Up Match Before Euro 2020. 2014 World Cup Champions Will Start Campaign Against France.
Story first published: Tuesday, June 8, 2021, 14:43 [IST]