যা হওয়ার ছিল তাই হল। কিংবদন্তি ফ্লয়েড মেওয়েদারকে চ্যালেঞ্জ করে যে তিনি ভুল করেছেন, তা হাড়েহাড়ে টের পেলেন ইউটিউব তারকা লোগান পল। আট রাউন্ডের প্রদর্শনী ম্যাচে দাপট দেখিয়ে প্রাক্তন মার্কিন তারকা বুঝিয়ে দিলেন যে বক্সিং রিং তাঁরই ছিল এবং তাঁরই থাকবে।
২০১৭ সালে শেষবারের মতো পেশাদার বক্সিং রিংয়ে নেমেছিলেন ফ্লয়েড মেওয়েদার। লাস ভেগাসে হওয়া শেষ ম্যাচে ইউএফসি তারকা কনর ম্যাকগ্রেগরকে তিনি হারিয়েছিলেন। ২০১৮ সালে জাপানের কিক বক্সার তেনসিন নাসুকাওয়ার বিরুদ্ধে আমন্ত্রিত ম্যাচও জিতেছিলেন কিংবদন্তি। সুদীর্ঘ পেশাদারি বক্সিং কেরিয়ারে ৫০ বার রিংয়ে নেমেছেন মেওয়েদার। কোনও ম্যাচ তিনি হারেননি। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক্স থেকে তিনি আমেরিকাকে ব্রোঞ্জ পদকও এনে দিয়েছিলেন।
এহেন প্রথিতযশা তারকাকে রীতিমতো চ্যালেঞ্জ করে বক্সিং রিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৬ বছরের ইউটিউব তারকা লোগান পল। সোশ্যাল মিডিয়ায় ৬৬ মিলিয়ন অনুগামীর অধিকারী এই তারকা মেওয়েদারের থেকে অনেক বেশি হৃষ্টপুষ্ট হলেও বক্সিং রিং যে তাঁর জন্য নয়, তা তিনি বুঝে গিয়েছেন। এর আগে দুই বার বক্সিং ম্যাচে নামার অভিজ্ঞতা ছিল লোগানের। অপর বিখ্যাত ইউটিউব তারকা কেএসআই-এর বিরুদ্ধে তিনি রিংয়ে নেমেছিলেন।
ইউরো কাপের আগেই করোনা আক্রান্ত স্পেনের অধিনায়ক বুস্কেতস, সুইডেন ম্যাচে অনিশ্চিত
রবিবার রাতে মিয়ামির হার্ড স্টেডিয়ামে হয় এই লড়াই। আট রাউন্ডের এই মোকাবিলায় এক মুহুর্তের জন্যও দাঁত ফোটাতে পারেননি লোগান পল। পেশাদারি ম্যাচের মতো কোনও রেফারি না থাকায় একমাত্র নক আউটই ছিল এ লড়াইয়ের ভবিষ্যত। লোগানের বিরুদ্ধে সেই সাফল্য হাসিল করতে ফ্লয়েড মেওয়েদারের খুব বেশি বেগ পেতে হয়নি। তবে নিশ্চিন্তের খবর যে এ লড়াইয়ে খুব বেশি আঘাতপ্রাপ্ত হননি লোগান।