সাউদাম্পটন: ইংল্যান্ড অধিনায়ক জো রুটের পর ওলি রবিনসনের নির্বাসন ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন টিম ইন্ডিয়ার অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন৷ আট বছর আগে করা বর্ণবাদ(Racist) এবং লিঙ্গবৈষম্যমূলক(Sexist) টুইটের জেরে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন লর্ডস টেস্টে সদ্য অভিষেক হওয়া ইংরেজ অল-রাউন্ডার ওলি রবিনসন(Ollie Robinson)৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্টে ব্যাট ও বল হাতে সফল হলেও মাঠের বাইরের কারণে অন্ধকারে রবিনসনের ক্রিকেট কেরিয়ার৷
প্রথম টেস্টে সতীর্থের পারফরম্যান্সের জন্য গলা ফাটিয়েছেন জো রুট(Joe Root)৷ রবিনসনের অল-রাউন্ড পারফরম্যান্সকে অসাধারণ অ্যাখ্যা দিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ড ক্যাপ্টেন। রুট জানান, এই ধরনের ঘটনা কখনই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা ভবিষ্যতের জন্য শিক্ষা হয়ে থাকবে বলেও মনে করেন ইংল্যান্ড টেস্ট ক্যাপ্টেন (Test Captain))৷
আন্তর্জাতিক ক্রিকেট থেকে রবিনসনের সাময়িক নির্বাসন প্রসঙ্গে ভারতীয় অফ-স্পিনার অশ্বিন দু:খ প্রকাশ করেছেন৷ টুইটারে অশ্বিন লেখেন, “I can understand the negative sentiments towards what #OllieRobinson did years ago, but I do feel genuinely sorry for him being suspended after an impressive start to his test career. This suspension is a strong indication of what the future holds in this social media Gen.”
গত বুধবার ‘থ্রি-লায়ন্সে’র(Three-Lions) হয়ে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে আন্তর্জাতিক অভিষেক হয় রবিনসনের। ওই ম্যাচের আগে ইংরেজ এবং নিউজিল্যান্ড ক্রিকেটাররা বর্ণবৈষম্যের প্রতিবাদে ‘Moment Of Unity’ নামক একটি ক্যাম্পেনের শরিক হন ক্রিকেটের মক্কা লর্ডসে(Lord’s)। এই ঘটনার পরেই আট বছর আগে রবিনসনের একাধিক বৈষম্যমূলক টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমদিনের খেলার পর পুরনো টুইটের কারণে সাংবাদিক সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রবিনসন। রবিনসন(Ollie Robinson) জানিয়েছিলেন, ‘আমি লজ্জিত। আমি স্পষ্ট করে দিতে চাই আমি বর্ণবাদী কিংবা যৌনতাবাদী নই।’ কিন্তু তাতে নির্বাসন এড়াতে পারেননি ইংরেজ অল-রাউন্ডার৷
১০ জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের জন্য তাঁর নাম বিবেচনা করা হবে না বলে জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড। স্বাভাবিকভাবেই জাতীয় দলের শিবির ছেড়ে রবিনসনকে তাঁর কাউন্টি ক্লাব সাসেক্সে(Sussex) ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১২, ২০১৩ ভাইরাল হওয়া টুইটগুলি রবিনসন যখন করেছিলেন তখন তাঁর বয়স ছিল ১৮-১৯। সে সময় তিনি কোনও কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন কি না, খতিয়ে দেখছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.