করোনার সেকেন্ড ওয়েভ নিয়ন্ত্রণে
অনেকটাই কমেছে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। দক্ষিণ ভারতে এখনও রাশ টানা না গেলেও উত্তর ভারতে সংক্রমণ কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লকডাউন করেছে একাধিক রাজ্যে। এখনও বেশ কিছু রাজ্যে বহাল রয়েছে লকডাউন। তবে রাজধানী দিল্লিও মুম্বই শীথিল করেছে নিয়ম। আজ থেকে নতুন করে স্বাভাবিক হতে শুরু করেছে দিল্লি।
শিয়রে থার্ড ওয়েভ
করোনা সংক্রমণে সেকেন্ড ওয়েভের ধাক্কা ভয়ঙ্কর হয়েছিল দেশে। অস্বাভাবিক বেশি হারে আক্রান্ত হয়েছিলেন যুবরা। অনেকে মারাও গিয়েছেন। করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভে ফার্স্ট ওয়েভের তুলনায় বেশি মৃত্যু হয়েছে। অক্সিজেন এবং ওষুধের সংকটের কারণেই এই মৃত্যু বলে মনে করছেন গবেষকরা। পরিস্থিতি উদ্বেগ জনক আকার নিয়েছিল। সেই সংক্রমণে এখন অনেকটাই রাশ টানা গিেয়ছে। তার মধ্যেই আর উঁকি দিতে শুরু করেছে থার্ড ওয়েভের আশঙ্কা। সেকেন্ড ওয়েভের পরেই থার্ড ওয়েভ হাজির হবে রাজ্যে এমনই শোনা গিয়েছে খবর।
শিশুরাই টার্গেট
করোনা এবার টার্গেট শিশুরা। থার্ড ওয়েভে শিশুরা বেশি সংক্রমিত হবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেকেন্ড ওয়েভ থেকেই শিশুদের শরীরে হানা দিতে শুরু করেছে করোনা ভাইরাস। তাতে আরও শঙ্কিত চিকিৎসক মহল। তাই আগে থেকেই শিশুদের সুরক্ষিত রাখার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। হাসপাতাল গুলিতে এসএনসিইউ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের িচকিৎসা পরিকাঠামো বিভিন্ন হাসপাতালে বাড়ানো হয়েছে।
শিশুদের টিকার ক্লিনিকাল ট্রায়াল
থার্ড ওয়েভ আছড়ে পড়ার আগেই শিশুদের করোনা টিকা দিয়ে সুরক্ষিত করে রাখতে চাইছে সরকার। সেই লক্ষ্যে আগেই কোভ্যাক্সিনকে শিশুদের করোনা টিকার ট্রায়াল রানের অনুমতি দেওয়া হয়েছে। আজ থেকে দিল্লির এইমস হাসপাতালে শুরু হতে চলেছে শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল। সেকেন্ড ও থার্ড ফেজের ক্লিনিকাল ট্রায়াল শুরু হতে চলেছে।