গণতন্ত্রে আস্থা নেই মমতার, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর নিয়ে বিস্ফোরক কৈলাশ বিজয়বর্গীয়

গণতন্ত্রের প্রতি কোনও আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। ঠিক এই ভাষাতেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) বিরুদ্ধে হওয়া এফআইআরের সমালোচনা করলেন বিজেপির (bjp) সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তিনি শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে হওয়া এফআইআরকে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।

বিরোধীদের ধ্বংস করতে চাইছেন

শনিবার রাতে হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের খুব কাছেই বেশ কিছু বোমা পাওয়া যায়। বিজেপির তরফে দাবি করা হয়েছে, কলকাতা পুলিশ নয়, সেই বোমার খোঁজ দিয়েছে মিলিটারি ইন্টেলিজেন্স। এই বিষয়টি নিয়ে সুক চড়িয়েছেন কৈলাশ। তিনি বলেছেন, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিশ্বাস নেই। তিনি বিরোধীদের ধ্বংস করতে চাইছেন বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

শুভেন্দু ও সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআর

শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরির অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে। কাঁথি পুরসভা এই এফআইআর করেছে। জানা গিয়েছে শনিবার দুপুর নাগাদ কাঁথি পুরসভার পুরনো বিল্ডিং ডর্মেটরি মাঠ সংলগ্ন এলাকায় পুরসভার যে গুদাম ঘর রয়েছে, সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে ত্রিপল বের করে ম্যাটাডরে তোলা হচ্ছিল। সেই খবর পুরসভায় যেতেই ছুটে আসেন তৃণমূলের নেতারা। দায়িত্বপ্রাপ্ত কর্মী নাকি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর কিছু ব্যক্তিগত ত্রিপল পুরসভার গুদামে রেখেছিলেন। পাল্টা পুরপ্রশাসকদের দাবি ত্রিপলগুলিতে সরকারি লোগো ছিল।

প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। তারপর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ছয়মাসের মধ্যে তাঁকে নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার একজন বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হলেন। সেই পরিস্থিতিতে সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে বলে অভিযোগ বিজেপির।

পরিবারকে কালিমালিপ্ত করতেই অভিযোগ

দিলীপ ঘোষ বলেছেন, শুধু বিধানসভা বাইরেই নয়, বিধানসভার ভিতরেও তৃণমূলের ঘুম কেড়ে নেবেন বিজেপির বিধায়করা। নন্দীগ্রামে হার আর বিজেপির নিশানার বদলা নিতেই শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবারকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। যা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের অভিযোগ, বিরোধীদের শেষ করে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে এখনও শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিতরে দিলীপ ঘোষ! হুলস্থুল কাণ্ড, বাইরে থেকে নামিয়ে দেওয়া হল বিজেপি পার্টি অফিসের শাটারভিতরে দিলীপ ঘোষ! হুলস্থুল কাণ্ড, বাইরে থেকে নামিয়ে দেওয়া হল বিজেপি পার্টি অফিসের শাটার

খোঁজ নেই অনেকের, বাড়ছে 'বেসুরো'র সংখ্যা! ঠিক কতজন 'দলবদলু' এখনও বিজেপিতে, সংখ্যা নিয়ে জল্পনাখোঁজ নেই অনেকের, বাড়ছে 'বেসুরো'র সংখ্যা! ঠিক কতজন 'দলবদলু' এখনও বিজেপিতে, সংখ্যা নিয়ে জল্পনা

More KAILASH VIJAYVARGIYA News  

Read more about:
English summary
Kailash Vijayvargiya targets Mamata Banerjee Govt on first Information Report against Suvendu Adhikari