জনতা চাইছে না পরীক্ষা
করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা করা ঠিক হবে কিনা তা নিয়ে জনতার মতামত জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল বিকেল থেকে আজ দুপুর ২টো পর্যন্ত ছিল সময়। সেই ইমেলে ৩৪ হাজার ইমেল জমা পড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাতে ৮৩ শতাংশ মতামত বলছে মাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে না। আর ৭৯ শতাংশ ইমেল বলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে না।
বাতিল মাধ্যমিক পরীক্ষা
বাতিল করে দেওয়ার হল মাধ্যমিক পরীক্ষা। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন রাজ্যে করোনা পরিস্থিতি যেমন তাতে ৮৩ শতাংশ জনমত বলছে করোনা পরীক্ষা এখন নেওয়া ঠিক হবে না। জনতার সেই মতামতকেই সিলমোহর দিয়েছে রাজ্য সরকার। যদিও প্রথমে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।
বাতিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা
বাতিল করা হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার। কিন্তু জনতার মতামত বলছে এই পরিস্থিতিতে স্কুলে গিয়ে পরীক্ষা নেওয়া ঠিক হবে না। প্রথমে নিজ নিজ স্কুলে পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটাতে রাজি নয় জনতা। তাই বাতিল করা হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা
কীভাবে মূল্যায়ণ
দুটি বড় পরীক্ষা বাতিল করা হলেও কীভাবে তাঁদের মূল্যায়ণ করা হবে তা এখনও জানানো হয়নি। ৭ দিনেরমধ্যে সেই মূল্যায়ণের মাপকাঠি তৈরি করে রাজ্য সরকার জানাতে বলেছেন। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নিয়ে আলোচনা করে এক্সপার্ট কমিটিও তাতে মতামত দেবে বলে জানিয়েছেন মমতা। সিবিএসসি এই নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটা জেনেই তবেই মূল্যায়ণের মাপকাঠি নির্দিষ্ট করতে বলেছেন মুখ্যমন্ত্রী।