ঝড়বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত বাংলার কোণে কোণে, নিমেষে মৃত্যু ২৬ জনের, ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের

মুখ্যমন্ত্রী আগেই জানান দিয়েছেন যে সপ্তাহ শেষে বড়সড় দুর্যোগ আসতে চলেছে বাংলায়। ইয়াসের তাণ্ডবের পর রয়েছে ভরা জোয়ারের আশঙ্কা। এদিকে তার মাঝেই এদিন বাংলার বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়। বাজ পড়ে বহু জায়গা থেকে এসেছে মৃত্যু সংবাদ। এদিকে এদিন বাজ পড়ে বাংলায় অন্তত ২০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্র এদিন মৃতদের পরিবার পিছু ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করে।

প্রাক বর্ষার বৃষ্টিতে তোলপাড়

মুষল ধারায় বৃষ্টি আর তার সঙ্গে বাজ। এমন পরিস্থিতি এদিন বাংলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে। প্রাক বর্ষার বর্ষণে এদিন কলকাতা সহ সংলগ্ন এলাকা বিকেল থেকেই ভিজতে শুরু করে। পরিস্থিতি খারাপ হতে থাকে বাজ পড়ার সঙ্গে সঙ্গেই। গতকাল থেকেই বাংলার বহু প্রান্তে বাজ বড়তে দেখা গিয়েছে। এদিনও সেই ধারা অব্যাহত।

কোন কোন জেলায় বাজ পড়ে মৃত্যু সংবাদ এসেছে?

হুগলিতে আজ বাজ পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। পূর্বা মেদিনীপুরে মৃত্যু হয়েছে ২ জনের। মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে ৯ জনের। এদিকে, আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামী কয়েকদিন বাংলায় ঝড়বৃষ্টির এমনই তাণ্ডব দেখা যাবে। জানা গিয়েছে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে ঘটনায়। সোমবারের এই ঝড়বৃষ্টির তাণ্ডবে যে বাংলার দক্ষিণ অংশ ভাসবে সেই পূর্বাভাস আগেই ছিল। এবার জানা যাচ্ছে সপ্তাহের শেষে আসছে জোয়ার। এদিকে, প্রধানমন্ত্রী এদিনের টুইট বার্তায় লেখেন, 'পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।' হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন অমিত শাহও।

নিম্নচাপ ও ভরা কোটাল

নিম্নচাপে ভর করে রাজ্যে আসতে চলেছে বর্ষা। এদিকে তারই সঙ্গে দোসর হয়ে বাংলায় পা রাখতে পারে ভরা কোটাল। এদিন এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগরে বাংলা ও ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে খবর।

ফের ২৬ জুন ভরা কোটাল

এদিকে জুন মাসে পর পর ২ বার ভরা কোটাল রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ইয়াসের ধাক্কায় বিধ্বস্ত বাংলার বহু এলাকা। অন্যদিকে, প্রাক বর্ষার বৃষ্টিতে এদিন বাজ পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। অনেকেই ঝড় বৃষ্টির সময় ক্ষেতে চাষাবাদে ব্যস্ত ছিলেন। তখনই শুকনো বাজ পড়ে মৃত্যু হয় তাঁদের। এদিকে, জানা গিয়েছে ২৬ জন ফের একবার রাজ্যে ভরা কোটাল আসবে।

More RAIN News  

Read more about:
English summary
Heavy Rain and thunderstorm over West Bengal, 20 people lost lives