|
রাজ্যপালের প্রথম টুইট
পরপর দুটি টুইট করেন রাজ্যপাল। প্রথম টুইটে তিনি লেখেন- রাজ্যের প্রধান সচিবকে ভোট পরবর্তী হিংসায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছিলাম। যেহেতু মুখ্যসচিব হিসেবে তিনি দায়িত্বে ছিলেন না, তার পক্ষে কোনও অগ্রগতি করা সম্ভব হয়নি বলে তিনি জানিয়েছেন। এই পরিস্থিতিতে তাঁকে সমস্ত বিষয়ে আপডেট হয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল।
|
রাজ্যপালের দ্বিতীয় টুইট
দ্বিতীয় টুইটে তিনি রাজ্য প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, রাজ্য সরকারের প্রশাসন ও পুলিশের সবথেকে বেশি জোর দেওয়া দরকার যে কাজে, সেই কাজ নিয়ে মুখ্যসচিব নিষ্ক্রিয় ছিলেন। তিনি নিশ্চিত যে, সব প্রশ্নই তাড়াহুড়ো করে এড়িয়ে যেতে চেয়েছেন।
ভোট পরবর্তী হিংসা মানবতাকে লজ্জা দেবে
এর আগে টুইটে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিলেন জগদীপ ধনখড়। তিনি লেখেন- ভোট পরবর্তী হিংসা মানবতাকে লজ্জা দেবে। বিরোধীদের বয়কট করা হচ্ছে। তাঁদের নিজেদের বাড়িতে থাকার জন্য, ব্যবসা করার জন্য তোলা দিতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।
পদক্ষেপ নেওয়া হচ্ছে না, অত্যন্ত দুঃখজনক
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতেও ছাড়েননি। রাজ্যপাল বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিন রাজ্যপালেন ডাকে সাড়া দিয়ে মুখ্যসচিব রাজভবনে গেলেও সে অর্থে কোনও আপডেট রিপোর্ট পাননি রাজ্যপাল। তাই তিনি টুইটে ক্ষোভ উগরে দেন।