বিরাট কোহলি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ম্যাচের এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। ২০১৯ সালের অক্টোবরে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে ৩৩৬ বলে ২৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ৩৩টি চার ও দুটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।
মায়াঙ্ক আগরওয়াল
তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ২০১৯ সালের নভেম্বরে ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৩০ বলে ২৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কর্নাটকী। ২৮টি চার ও আটটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। ২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টের ৩৭১ বলে ২১৫ রান করেছিলেন মায়াঙ্ক। ২৩টি চার ও ৬টি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।
রোহিত শর্মা
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। ২০১৯ সালের অক্টোবরে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫৫ বলে ২১২ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। ২৮টি চার ও ৬টি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।
পঞ্চম স্থানে কোন ব্যাটসম্যান
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক ইনিংসে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার পঞ্চম স্থানেও রয়েছেন রোহিত শর্মা। ২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ বলে ১৭৬ রান করেছিলেন হিটম্যান। ২৩টি চার ও ৬টি ছক্কা এসেছিল ভারতীয় ওপেনারের ব্যাট থেকে।