শুভেন্দু অধিকারীকে তলব দিল্লিতে
এদিন বিকেলে দিল্লিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে ডেরে পাঠিয়েছেন। ইতিমধ্যেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বেশ কয়েকজন দলছাড়ার কথা জানিয়েছেন। আবার শুভ্রাংশু রায়ের মতো অনেকেই বেসুরো হয়ে রয়েছেন। দলের সেই পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন বলে জানি গিয়েছে।
সন্ত্রাস বন্ধের চেষ্টা করছে না সরকার
এদিন বিজেপির রাজ্য সভাপতি গিয়েছিলেন পূর্ব বর্ধমানে। সেখানে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের পল ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় বিজেপি নেতার-কর্মীদের ওপরে হামলা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় নেতা-কর্মীরা ফিরে এলেও অনেক জায়গাতেই ঘরছাড়া বিজেপির নেতা-কর্মীরা। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী সন্ত্রাস বন্ধের জন্য কোনওরকম চেষ্টা করছেন না।
তৃণমূল ছেড়ে আসায় বদনাম
শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর নামে ত্রিপল চুরির মামলা দায়ের করেছে প্রশাসন। এছাড়াও শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরাকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, যাঁরা তৃণমূল ছেড়ে এসেছেন, তাঁদের বদনাম করা হচ্ছে। শীতলকুচি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ তিনি করেছেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে বদনাম করতেই পুলিশ অফিসারদের তলব করা হচ্ছে।
সিদ্ধান্ত আগে নিলে ভাল হত
এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবারের মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না। এই ঘোষণাকে কার্যত স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার এব্যাপারে আগেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল। কিন্তু রাজ্য সরকার কারও সঙ্গে আলোচনা না করেই পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছিল।