মুম্বইঃ প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেত্রী তরলা যশী (Tarla Joshi)। রবিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান তরলা দেবী। ২০১১ সালে ‘স্টার প্লাস’এর (Star Plus) জনপ্রিয় সিরিয়াল ‘এক হাজারো মে মেরি বেহেনা হ্যায়’ (Ek Hazaaron Mein Meri Behna Hai) ধারাবাহিকে বড় দিদার চরিত্রে অভিনয় করেছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তার প্রয়াত হওয়ার খবরে ধারাবাহিকের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা শোক প্রকাশ করেছেন।

অভিনেত্রী নিয়া শর্মা (Nia Sharma) এই ধারাবাহিকে ‘মনভি’ চরিত্রে অভিনয় করতেন। তরলা দেবীর মৃত্যু সংবাদে নিয়া সোশ্যাল মিডিয়ায় তরলা দেবীর সঙ্গে কাটানো কিছু মুহুর্তের ছবি শেয়ার করে লিখেছেন, ‘RIP বড় দিদা তোমায় সর্বদা মিস করব। তুমি সব সময়ে আমার বড় দিদা হয়েই থাকবে’।

এই ধারাবাহিকের আরও এক অভিনেত্রী অঞ্জু মহেন্দ্র (Anju Mahendroo) প্রথম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তরলা দেবীর মৃত্যু সংবাদ। তিনি এও জানান, তার জীবনে তরলা দেবী মায়ের ভূমিকা পালন করেছেন। তিনি লিখেছেন, ‘এক হাজারো মে মেরি বেহেনা হ্যায়’ ধারাবাহিকের পুরো টিম তরলা দেবীর মৃত্যু সংবাদে শোকাহত। রবিবার সকালে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। আমরা সবাই তোমায় খুব মিস করব। Rest in eternal peace’। ধারাবাহিকের অভিনেতা ক্রিসটল ডিসুজা (Krystle Dsouza) এবং করণ টেকর (Karan Tacker) তরলা দেবীর মৃত্যু সংবাদে শোক প্রকাশ করে লিখেছে, ‘RIP দিদা’।

২০১১ সালে স্টার প্লাসের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘এক হাজারো মে মেরি বেহেনা হ্যায়’। টানা দুই বছর ধরে এই ধারাবাহিক সফলতার সঙ্গে দর্শকদের মনোরঞ্জন করে এসেছে। এই ধারাবাহিকে ‘জীবিকা’ (Krystle Dsouza) এবং ‘মনভি’র (Nia Sharma) বড় দিদার চরিত্রে অভিনয় করেছিলেন তরলা দেবী। তার মৃত্যুতে শোকাহত সিরিয়ালের সকল কলা কুশলী।

গত বছর থেকে একের পর এক জনপ্রিয় থেকে কিংবদন্তি অভিনেতা – অভিনেত্রীদের মৃত্যু সংবাদ শোকাহত করছে গোটা দেশকে। ওয়াজিদ খান ১ জুন, ১৪ জুন বাসভবন থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের দেহ, ২৫ সেপ্টেম্বর এস পি বালাসুব্রহ্মণ্যম সহ পরে আরও একাধিক বিনোদন জগতের বিখ্যাত ব্যক্তিত্বরা মৃত্যুবরণ করেন ২০২০ তে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.