বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক শতরান, অর্ধশতরান, ছক্কা ও চার হাঁকানো ভারতীয় ক্রিকেটার

দুই বছর ধরে চলা প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ ধাপে এসে পৌঁছেছে। আগামী ১৮ জুন সাউদাম্পনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচে দুই দলের ব্যাটসম্যানদের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক শতরান, অর্ধশতরান, ছক্কা ও চার হাঁকানো ভারতীয় ক্রিকেটারদের তালিকা দেখে নেওয়া যাক।

শতরান সংখ্যায় এগিয়ে কোন কোন ভারতীয়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সবচেয়ে বেশি শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা। টু্র্নামেন্টে মোট চারটি শতরান এসেছে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। তিনটি করে শতরান হাঁকানো মায়াঙ্ক আগরওয়াল ও অজিঙ্ক রাহানে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তালিকার তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলির ব্যাট থেকে চ্যাম্পিয়নশিপে ২টি শতরান এসেছে।

সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় ক্রিকেটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। টুর্নামেন্টে মোট ২৭টি ছক্কাল এসেছে হিটম্যানের ব্যাট থেকে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মায়াঙ্ক আগরওয়াল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৮টি ছক্কা হাঁকিয়েছেন। ১৬টি ছক্কা হাঁকিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের ঋষভ পন্থ।

সবচেয়ে বেশি চার হাঁকিয়েছেন কোন কোন ভারতীয়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি চার মেরেছেন অজিঙ্ক রাহানে। ১২৫টি চার এসেছে টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের ব্যাট থেকে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা টুর্নামেন্টে ১২৩টি চার মেরেছেন। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি ১০৮টি চার হাঁকিয়েছেন।

More WORLD TEST CHAMPIONSHIP News  

Read more about:
English summary
Most centuries, half centuries, fours and sixes by Indian batsmen in World Test Championship
Story first published: Monday, June 7, 2021, 22:45 [IST]