মোদীর বিনামূল্যে টিকাকরণ নিয়ে রাহুলের তাক করলেন প্রশ্নবাণ

সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে দেশে এবার ১৮ থেকে ৪৪ বছর বয়সীরাও বিনামূল্যেই ভ্যাকসিন পাবেন। যাঁরা হাসপাতাল থেকে ভ্যাকসিন নেবেন, তাঁদের ক্ষেত্রে পরিষেবা কর ১৫০ টাকার বেশি হবে না। এদিকে, সরকারি সূত্রের খবর মন্ত্রিগোষ্ঠীর তরফে এই মর্মে প্রস্তাবনা ১ জুন দেওয়া হয়েছিল। তারপর তা নিয়ে এদিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এদিকে, প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর কটাক্ষ বাণে বিদ্ধ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর প্রশ্ন , যদি দেশে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণাই হয়ে থাকে, তাহলে বেসরকারি হাসপাতালগুলি থেকে কেন টাকার বিনিময়ে কিনে নিতে হচ্ছে ভ্যাকসিন? কংগ্রেস নেতার দাবি, ভ্যাকসিন যদি সারা দেশে বিনামূল্যেই কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে, তাহলে বেসরকারী হাসপাতাল থেকেও তা বিনামূল্যেই পাওয়া উচিত। তা না করে সরকার বেসরকারি হাসপাতালের জন্য ২৫ শতাংশ কোটার বন্দোবস্ত করেছে। যা নিয়ে আপত্তি রয়েছে রাহুলের।

এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী স্পষ্ট জানান যে, এবার থেকে কেন্দ্রই সারা দেশের সমস্ত মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার পদক্ষেপ নিয়েছে। তিনি জানান ১ মে থেকে ২৫ শতাংশ ভ্যাকসিন বিষয়ক কাজ যায় রাজ্যের দায়িত্বে। কাজ সম্পূর্ণ করতে চেষ্টা করেও রাজ্য বহু জায়গায় ধাক্কা খায়। এমন বার্তা দেন মোদী। এমন পরিস্থিতিতে এই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার পদক্ষেপ নেয় মোদী সরকার। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী জানান ২১ জুন থেকে ১৮ থেকে ৪৪ বছরের বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র। এক্ষেত্রে যাঁরা বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নেবেন, তাঁদের প্রতিটি ভ্যাকসিন ডোজের ক্ষেত্রে বাড়তি ১৫০ টাকা পর্যন্তই কেবল পরিষেবা কর দিতে হবে। আর এই ব্যবস্থা ঘিরে কড়া নজর রাখতে হবে রাজ্যকে।

More RAHUL GANDHI News  

Read more about:
English summary
Rahul Gandhi targets Modi's free vaccine announcement