কলম্বো: ক্রিকেট বিশ্বের নজর জুনে ইংল্যান্ডের মাটিতে প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে৷ ১৮ জুন সাউদাম্পটনের (Southampton) হ্যাম্পশায়ার বোলে(Hampshire Bowl) ঐতিহাসিক প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC final) মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড(India and New Zealand)৷ তারপর অগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত৷ কিন্তু জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলবে দ্বিতীয় সারির ভারতের দল৷ সোমবারই ভারত-শ্রীলঙ্কা সিরিজের সূচিপ্রকাশ করল সম্প্রচারকারী চ্যানেল৷
জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়া তিনটি ওয়ান ডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বলে আগেই জানিয়েছিল বিসিসিআই। সোমবার ঘোষিত হল দ্বীপরাষ্ট্রে ভারতীয় দলের দু’টি সীমিত ওভারের সিরিজের সূচি। বোর্ডের তরফে প্রাথমিকভাবে সিরিজের যে সূচির কথা বলা হয়েছিল তাতে কিছুটা পরবির্তন হয়েছে৷ ১৩, ১৬ ও ১৯ জুলাই তিনটি ওয়ান ডে আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রচারকারী চ্যানেল সোনি নেটওয়ার্কের তরফে সোমবার দু’টি সিরিজের যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে তৃতীয় ওয়ান ডে ম্যাচ একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচটি হবে ১৮ জুলাই৷
ঘোষিত সূচি অনুযায়ী ওয়ান ডে সিরিজ শুরু হবে ১৩ জুলাই। দ্বিতীয় ম্যাচটি খেলা হবে ১৬ জুলাই। আর তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। তারপর হবে টি-২০ সিরিজ৷ টি-২০ সিরিজের প্রাথমিক যে সূচির কথা জানা গিয়েছিল, তার সঙ্গে ব্রডকাস্টার চ্যানেলের সূচির সঙ্গে কোনও মিল নেই। বিসিসিআই-এর তরফে তিনটি টি-২০ ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল যথাক্রমে ২২, ২৪ ও ২৭ জুলাই। কিন্তু সোমবার প্রকাশিত চূড়ান্ত সূচিতে দেখা যাচ্ছে, তিনটি টি-২০ ম্যাচগুলি হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জুলাই।
শ্রীলঙ্কা সফরে ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ভারতীয় দলের কোচের পদে দেখা যেতে পারে৷ আগামী জুলাইয়ে টিম ইন্ডিয়ার (Team India) প শ্রীলঙ্কা সফরে (Sri Lanka Tour) কোচের দায়িত্ব সামলানোর জন্য দ্রাবিড়কে বোর্ডের তরফে অনুরোধ করা হয়েছে। বোর্ডের সূত্রের খবর, দ্রাবিড় বোর্ডের অনুরোধ গ্রহণ করে দায়িত্ব নিতে রাজি হয়েছেন৷ কোচের পাশাপাশি ক্যাপ্টেন হিসেবেও নতুন মুখ দেখা যাবে৷ বিরাট কোহলি, রোহিত শর্মারা ইংল্যান্ডে থাকায় শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন উঠতে পারেন শিখর ধাওয়ান অথবা ভুবনেশ্বর কুমারের হাতে৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.