মুম্বইঃ বলিউড অভিনেত্রী ইলভিন শর্মা (Evelyn Sharma) সুদূর অস্ট্রেলিয়ায় (Australia) বিয়ে সেরে ফেলেছেন। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ (Yeh Jawaani Hai Deewani) খ্যাত অভিনেত্রী ইভলিন সোমবার ইনস্টাগ্রামে নিজের খ্রিষ্ট ধর্ম মতে বিয়ের ছবি ভাগ করে নিয়েছেন তার অনুগামীদের সঙ্গে। স্বামী তুশান ভিন্দির সঙ্গে দীর্ঘদিনের প্রেম তাঁর। তুশান অস্ট্রেলিয়ার ডেন্টাল সার্জান এবং একই সঙ্গে একজন ব্যবাসায়ী।
পরনে সাদা গ্রাউন, মুখে হালকা মেক আপ আর হাতে একগুচ্ছ সাদা গোপাল তার এই বিশেষ দিনের সাজকে করে তুলেছে আরও বিশেষ। পাশে স্বামী তুশান ভিন্দির (Tushaan Bhindi) কালো ব্লেজার, ভিতরে সাদা শার্ট এবং বুক পকেটের সাদা গোলাপ দুজনের লুককে করেছে মানানসই। ইনস্টাগ্রামের এই পোস্টে এভলিন লিখেছেন, ‘Mr & Mrs Bhindi’। দম্পতীর জীবনের এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তলার জন্যে তাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে ধন্যবাদ জানিয়েছেন এই পোস্টে।
View this post on Instagram
View this post on Instagram
ইভলিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি এবং তার প্রেমিক তুশান ২০১৯ এ এনগেজমেন্ট করে নিয়েছিলেন। গতবছরই তাদের বিয়ে করার প্ল্যান ছিল। কিন্তু লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। দম্পতি এই মুহুর্তে চাননি বেশি জাঁকজমক করে বিবাহ করতে। তাই একেবারেই সাদামাটা ভাবে বিবাহ সম্পন্ন করেছেন। তবে অভিনেত্রী জানিয়েছেন, তারা আশা করছেন শীঘ্রই একটা বড় অনুষ্ঠান আয়োজন করবেন। যেখানে তাদের পরিবারের এবং বন্ধু বান্ধব সবাই মিলে তাদের বিবাহ উপলক্ষে মজা করবেন। তাদের সকল শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। ইলভিন এবং তার স্বামী তুশান দুজনেরই জন্মভূমি ভারতবর্ষ। দেশের এই কঠিন সময়ের কথা উল্লেখ করে ইভলিন কামনা করেছেন, খুব শীগ্রই ভারতবর্ষের ভালো সময় আসবে।
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছাড়াও এভলিন ‘নটাঙ্কি শালা’ (Nautanki Saala), ‘ইয়ারিয়া’ (Yaariyan), ‘ম্যা তেরা হিরো’ (Main Tera Hero), ‘যাব হ্যারি মেট সেজাল’ (Jab Harry Met Sejal), ‘শাহো’ (Saaho) প্রমুখ ছবিতে অভিনয় করেছেন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.