করোনা মোকাবিলা নিয়ে মোদীর বিরুদ্ধে প্রায়শই আক্রমণ শানাতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এমনকী আওয়াজ তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। এমনকী কিছুদিন আগে কেন্দ্রে উদ্যোগে চলা টিকা উৎসব নিয়েও তোপ দাগেন তিনি। এবার করোনা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ তুললেন মোদী সরকারের বিরুদ্ধে। যা নিয়ে ফের সরগরম রাজ্য-রাজনীতি।
সম্প্রতি মোদী সরকারের ব্যর্থতাক খতিয়ান তুলে ধরে 'জিমিন্দার কৌন’ বা 'কে দায়ী’ প্রচরাভিযান চালাচ্ছে কংগ্রেস। এদিন সেই প্রচারের মাঝেই করোনা মোকাবিলায় একাধিক অভিযোগ তুলে মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন সোনিয়া তনয়া। প্রিয়াঙ্কার দাবি ইচ্ছাকৃত ভাবেই করোনা সংক্রান্ত তথ্য গোপন করছে কেন্দ্র। মুখে মানুষের জীবন বাঁচানোর কথা বললেও এতে আদপে চরম ক্ষতি হচ্ছে আম-আদমিরই।
এদিন এক বিবৃতিতে প্রিয়াঙ্কা লেখেন, “ মহামারির শুরু থেকেই করোনা সংক্রান্ত তথ্য দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর বদলে প্রোপাগান্ডা ছড়াতে বেশি আগ্রাহী ছিল মোদী সরকার। ভারতীয়দের জীবন বাঁচানোর থেকে সরকারের প্রধান কাজই হয়ে দাঁড়িয়েছিল যেন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি বাঁচানো।” করোনা সংক্রান্ত তথ্যকে একাধিকবার রাজনৈতিক হাতিয়ার হিসাবেও ব্যবহার করেছে বিজেপি সরকার, এমনটাও অভিযোগ করেন প্রিয়াঙ্কা।
২০২৪-এ বড় খেলা হবে, দায়িত্ব পাওয়ার পরে প্রথম দিন অফিসে গিয়েই সক্রিয় সায়নী
সরকারের ব্যর্থতা ঢাকতেই, সত্যকে আড়াল করতেই মহামারির শুরু থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা। এমনকী বর্তমানে করোনা তথ্যের পাশাপাশি টিকাকরণ নিয়েও বারংবার বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার। টিকা জোগান না দিতে পেরে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে মিথ্যা ভরসা। এমনকী টিকা বণ্টনেও করা হচ্ছে পক্ষপাতিত্ব।