বিনামূল্যে মিলবে ভ্যাকসিন, জাতির উদ্দেশ্যে বড় ঘোষণা মোদীর

করোনা আধুনিক বিশ্বের ভয়ঙ্করতম তো বটেই, ১০০ বছরের মধ্যে ভয়ঙ্কর মহামারী। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, করোনার মতো মহামারি কেউ আগে দেখেনি।

জাতির উদ্দেশ্যে এদিন মোদী আরও বলেণ, এত বড় মহামারিকে আমরা একসঙ্গে লড়েছি। হাসপাতালের বেড, অক্সিজেন, ভেন্টিলেটরের মতো নানা বিষয়ে কাজ করা হয়েছে। দেড় বছরে নতুন করে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা হয়েছে

১৮ বছর উর্ধে সবাইকেই বিনামূল্যে করোনার ভ্যাকসিন। জাতির উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ এর জুন থেকে মিলবে এই ভ্যাকসিন। এর ফলে রাজ্যগুলিকে আর কিনতে হবে না। বেসরকারি হাসপাতালেও টিকার দামের ওপর সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ বা পরিষেবা কর নিতে পারবে হাসপাতালগুলি। এর বেশি নয়।

বিস্তারিত আসছে...

More CORONAVIRUS News  

Read more about:
English summary
narendra-modi-addresses-nation