অন্তর্দেশীয় উড়ানে কমছে কড়াকড়ি, এই কাজ করা থাকলে আর প্রয়োজন নেই করোনা টেস্টের

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতের ন্যায় উন্নয়নশীল দেশ এসে পৌঁছায় খাদের কিনারায়। যদিও গত কয়েকদিন যাবৎ দৈনিক সংক্রমণের গ্রাফে পারাপতনের ফলে আস্তে আস্তে সামাল দিচ্ছে দেশ। অর্থনৈতিক সামঞ্জস্য ফিরিয়ে আনতে স্বাভাবিক হচ্ছে সরকারি-বেসরকারি ক্ষেত্রগুলি। যাতায়াতের ক্ষেত্রেও তাই বিধিনিষেধ লঘু করতে চলেছে প্রশাসন। এতদিন উড়ানের ক্ষেত্রে আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক থাকলেও সম্প্রতি সেই ব্যবস্থা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। যদিও অন্তর্দেশীয় উড়ানের যাত্রীরা টিকার দু'ডোজ নিলে তবেই দেখা হবে না আরটিপিসিআর রিপোর্ট, খবর কেন্দ্রীয় সূত্রে।

সোনার দামে ফের হু হু করে পতন, কলকাতায় বিয়ের মরশুমে ৭ জুন দর কোনদিকেসোনার দামে ফের হু হু করে পতন, কলকাতায় বিয়ের মরশুমে ৭ জুন দর কোনদিকে

করোনা টেস্টের বিষয়ে কী ভাবনা কেন্দ্রের?

নয়া নির্দেশিকার বিষয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরীর বক্তব্য, "স্বাস্থ্যমন্ত্রকের পাশাপাশি কয়েকটি কেন্দ্রীয় দফতরের বিশেষ যৌথ দল এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। যাঁদের করোনা টিকার দু'টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, ঘরোয়া উড়ানের ক্ষেত্রে তাঁদের হয়তো আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন হবে না।"

আরটি-পিসিআর দেখার বিষয় রাজ্যকে স্বাধীনতা

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, "যাত্রীদের স্বার্থের কথা ভেবেই সিদ্ধান্ত হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অন্যান্য কয়েকটি সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।" বর্তমানে ঘরোয়া উড়ানের ক্ষেত্রে বাধ্যতামূলক করোনা টেস্ট আরটি-পিসিআরের নেগেটিভ রিপোর্ট। হরদীপ সিংহের মতে, "স্বাস্থ্য রাজ্যের এক্তিয়ারের মধ্যে। কোনও রাজ্য প্রশাসন বিমান যাত্রীদের প্রবেশের আগে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট চাইবে কি না, তা সংশ্লিষ্ট রাজ্যেও নিজের মতো ঠিক করে নিতে পারে।"

"ভ্যাকসিন পাসপোর্ট বৈষম্যমূলক"

"কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জি-৭ দেশগুলির প্রতিনিধিদের বৈঠকে স্পষ্ট বলেছিলেন যে আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ক্ষেত্রে ভ্যাকসিন পাসপোর্টের বিষয়ে আপত্তি রয়েছে ভারতের", জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। তাঁর মতে, "উন্নয়নশীল দেশগুলির বহু নাগরিক এখনও ভ্যাকসিন পাননি। আর তাই ভারত টিকা পাসপোর্টকে বৈষম্যমূলক মনে করে। অন্যদিকে এই ধরনের পাসপোর্ট প্রথা আন্তর্জাতিক ভ্রমণে বাধাদান করার মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার হস্তক্ষেপ করছে বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।

সুস্থতার দিকে এগোচ্ছে দেশ

স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের বিবৃতি মোতাবেক, গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১,১৪,৪৬০ জন, মারা গেছেন ২,৬৭৭ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২.৮৮ কোটি। মৃত্যু হয়েছে ৩.৪৬ লক্ষেরও বেশি মানুষের। বর্তমানে সক্রিয় কেসের সংখ্যা কিছুটা কমে হয়েছে ১৪.৭৭ লক্ষ। এরই মধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,৬৯,৮৪,৭৮১ জন। স্বভাবতই সেরে ওঠার সংখ্যায় এহেন বৃদ্ধি দেখে ঘরোয়া উড়ানের নিয়মে শিথিলতার কথা ভাবছে কেন্দ্র।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
RT PCR report is not mandatory if two doses of corona vaccine are taken Restrictions relaxed