বার্থ ডে বয় রাহানের সঙ্গে আরও অনেক স্মরণীয় পার্টনারশিপ গড়ার আশা বিরাটের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সতীর্থ অজিঙ্ক রাহানের ৩৩তম জন্মদিনটিকে স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। 'জিঙ্কস'-কে বিশেষ শুভেচ্ছা বার্তা লিখেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। জন্মদিনে রাহানেকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যান্য বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার থেকে বিসিসিআই। ক্রিকেট প্রেমীদের অভিনন্দন বার্তায় ভেসেছেন ভারতীয় ব্যাটসম্যান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট-রোহিতদের সাবধানবাণী বেঙ্গসরকারেরবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট-রোহিতদের সাবধানবাণী বেঙ্গসরকারের

কী লিখেছেন বিরাট

৩৩তম জন্মদিনে অজিঙ্ক রাহানেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সতীর্থের মধ্যে আরও প্রশান্তি ও খুশি আশা করেছেন বিরাট কোহলি। বন্ধু 'জিঙ্কস'-এর সঙ্গে আগামী দিনে বাইশ গজে আরও অনেক স্মরণীয় পার্টনারশিপ গড়ার ইচ্ছাও করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। উল্লেখ্য, আগামী ১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে শুরু হতে চলা প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের সাফল্যের দিকে তাকিয়ে রয়েছে টিম ইন্ডিয়া তথা গোটা দেশ।

রাহানেকে বিসিসিআইয়ের শুভেচ্ছা

বিরাট কোহলির অবর্তমানে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে টেস্ট সিরিজ জেতানো অজিঙ্ক রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। বিশেষ দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কের সাহসী ইনিংসের হাইলাইটস টুইটারে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়েছে, ভারতের হয়ে ১৮৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে রাহানের মোট সংখ্যা ৭৯২০। ৩৩তম জন্মদিনে রাহানেকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বর্তমান ক্রিকেট তারকারা।

প্রাক্তনীদের শুভেচ্ছা

অজিঙ্ক রাহানেকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইংল্যান্ডে তাঁর সাফল্য কামনা করেছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ককে ৩৩তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী প্রাক্তন ব্যাটসম্যান সুরেশ রায়নাও।

অজিঙ্ক রাহানের কেরিয়ার

ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ৭৩টি টেস্ট ম্যাচ খেলে ৪৫৩৮ রান করেছেন অজিঙ্ক রাহানে। ১২টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ওয়ান ডে-তে দেশের হয়ে ৯০টি ম্যাচ খেলে ২৯৬২ রান করেছেন জিঙ্কস। এই ফর্ম্যাটে তিনটি শতরান হাঁকিয়েছেন রাহানে। ভারতীয় দলের জার্সিতে ২০টি টি২০ ম্যাচ খেলে ৩৭৫ করেছেন অজিঙ্ক।

More AJINKYA RAHANE News  

Read more about:
English summary
Virat Kohli, Harbhajan singh wishes Ajinkya Rahane on his 33rd birthday
Story first published: Sunday, June 6, 2021, 15:54 [IST]