সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪,২৬, ১৩২
রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,০০২ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪,২৬, ১৩২ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৫, ৪৫৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩, ৭৪, ৪১৯ জন। গত ২৪ ঘন্টায় ১৫, ৮৮২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায়(৩,২৭৭)। তারপরেই রয়েছে কলকাতা (১,৯৪৭)। এরপরেই রয়েছে হাওড়া (১১৯৭) দক্ষিণ ২৪ পরগনা (১১৪৫)।
সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়, তারপর রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৬৪৫ (৭৯৬) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১০৭ (১৪০), কোচবিহারে ২০২ (২৩৪) , দার্জিলিং ৪৩৪ (৩৫০), কালিম্পং ৬২ (৪২) , জলপাইগুড়ি ৫৪৩ (৬৯২), উত্তর দিনাজপুরে ১০২ (১২৩), দক্ষিণ দিনাজপুরে ৮৫ ( ৬৮), মালদহ ৭৮ (৮২), মুর্শিদাবাদে ৭০ (৭৬), নদিয়া ৪৯১ (৪৯৮), বীরভূম ৯০ (৬৯), পুরুলিয়া ১৯ (১৭), বাঁকুড়ায় ১৯৯ (১৬৮), ঝাড়গ্রাম ৮০ (১২৮), পশ্চিম মেদিনীপুর ৩৬১ (৩০৬), পূর্ব মেদিনীপুর ৪৭৫ (৪৮৪), পূর্ব বর্ধমান ১৬৩ (১৫৭), পশ্চিম বর্ধমান ১৭৭ (২০৪), হাওড়া ৩৬৫ (৪৬৩), হুগলিতে ৪৩০ (৪৭৭), উত্তর ২৪ পরগনায় ১৪৩৪ (১৬৬৪), দক্ষিণ ২৪ পরগনায় ৩৯০ ( ৪৮৪) জন আক্রান্ত হয়েছেন।
সুস্থতার হার বাড়ছে
শুক্রবার ও শনিবারের থেকে সুস্থতার হার সামান্য বেড়েছে। শুক্রবার ও শনিবার যেখানে সুস্থতার হার ছিল যথাক্রমে ৯৫.১১% এবং ৯৫.৭৩ %, সেখানে রবিবার সুস্থতার হার ৯৬.৩৭%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.৬৭%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.২০ %-এ।
মৃত্যু হয়েছে ১০৭ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১০৭ জনের। শনিবার ১১৮ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার মৃত্যু হয়েছিল ১১৩ জনের এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৬,২৫৯-তে।
কলকাতায় মৃত্যু হয়েছে ৪৬২২ জনের
এদিন যে ১০৭ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের মধ্যে ২৩ কলকাতার বাসিন্দা। ৩৪ জন উত্তর ২৪ পরগনায়, ৬ জন করে হাওড়া ও পূর্ব বর্ধমানের, ৫ জন নদিয়ায়, ৪ জন করে দক্ষিণ ২৪ পরগনাও পশ্চিম মেদিনীপুরে, ৩ জন করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে।
স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ৭০, ০০৫৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ৭২,৬৭২ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ১, ২৮, ৫৯, ৬৭৮ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় এদিন আক্রান্ত চিহ্নিত হয়েছে ১১.০৯ %।