সাউদাম্পটন: গতকাল অনুমতি সাপেক্ষে প্লেয়িং গ্রাউন্ডে হালকা জগিং সেরেছিলেন পূজারা(Cheteshwar Pujara)। আর রবিবার অ্যাজেস বোলের(Ageas Bowl) পিচে সকাল সকাল হাত ঘুরিয়ে নিলেন রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। দলের বাকি সদস্যরা এখনও হোটেল রুমে কোয়ারেন্টাইনে থাকলেও ‘জাড্ডু’ নেমে পড়লেন মাঠে। তবে রবিবারই রুম কোয়ারেন্টাইন শেষ হয়ে যাচ্ছে কোহলিদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অলরাউন্ডার এদিন তাঁর প্রথম আউটডোর সেশনের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। অ্যাজেস বোলের অনুশীলন পিচে এদিন জাদেজার প্রস্তুতির সঙ্গী হয়েছিলেন দলের এক সাপোর্ট স্টাফ। রবিবার কোহলিদের রুম কোয়ারেন্টাইন শেষ হলেও চটজলদি আউটডোর সেশনে ভারতীয় ক্রিকেটাররা নামবে না বলেই জানা গিয়েছে। ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে গা ঘামাবেন এবং ছোট ছোট গ্রুপে জিম সেশনে সময় কাটাবেন বলে জানা গিয়েছে।

এদিন প্রথম আউটডোর সেশনের একাধিক ছবি টুইটারে পোস্ট করে ইউটিলিটি অলরাউন্ডার লেখেন, ‘সাউদাম্পটনে প্রথম আউটিং।’ এর আগে শনিবার অনুমতি সাপেক্ষে কঠোর নিভৃতবাসের তৃতীয়দিন মাঠে নেমে পড়েছিলেন পূজারাও। অ্যাজেস বোলে হালকা জগিংয়ের ছবি সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করেছিলেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ECB) সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের অনুমতিতেই ভারতীয় ক্রিকেটারদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছিল বলে জানা গিয়েছে। পূজারা তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন, ‘লেটস গো।’

আরেকটি রিপোর্টে দাবি করা হয়, কোহলিরা(Virat Kohli) যে হিলটন হোটেলে রয়েছেন সেটি অ্যাজেস বোল বা হ্যাম্পশায়ার বোলেরই(Hampshire Bowl) অংশ। আর সে কারণেই ভারতীয় ক্রিকেটারদের হোটেলের বাইরে বেরিয়ে আলাদা-আলাদাভাবে অনুশীলনের অনুমতি প্রদান করা হয়েছে। তবে ক্রিকেটাররা এখনও কেউ একে অপরের মুখোমুখি হওয়ার অনুমতি পাননি।

এদিকে পুরো স্কোয়াড একত্রিত হয়ে কবে থেকে আউটডোর সেশনে নামতে চলেছেন সে খবরও পরিষ্কার নয়। তবে হোটেলেই যেহেতু জিম ব্যবহারের অনুমতি মিলেছে রোহিত-পন্তদের, প্রথম কয়েকদিন সেখানেই কাটবে ক্রিকেটারদের। মনে করা হচ্ছে প্রত্যেক রাউন্ডের নেগেটিভ কোভিড রিপোর্টের(Negative COVID-19 report) সঙ্গে সঙ্গে কোহলিদের কার্যকলাপ বা কসরতের পরিমাণ বাড়বে। প্রথমে ছোট গ্রুপ, সেখান থেকে বড় গ্রুপ এবং শেষে পুরো স্কোয়াড একত্রে মিলিত হবেন বলেই ধারণা। তবে গোটাটাই জৈব নিরাপত্তা বলয়ে।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল খেলতে গত বৃহস্পতিবার সাউদাম্পটনে পৌঁছে বলয়ে প্রবেশ করে গিয়েছিল কোহলি অ্যান্ড কোং। তবে হোটেল সংলগ্ন অ্যাজেস বোল /হ্যাম্পশায়ার বোলের সবুজ গালিচাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি ঋদ্ধি(Wriddhiman Saha), রোহিত(Rohit Sharma), পন্ত(Rishabh Pant), শামিরা(Mohammed Shami)।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.