প্রার্থী বাছাই নিয়ে সতর্ক দল
প্রসঙ্গত সদস্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে উত্তরপ্রদেশের বুকে কার্যত সমাজবাদী পার্টির কাছে ব্যাপক ধাক্কা খেয়েছে যোগী আদিত্যনাথের দল । এরপর কার্যত পঞ্চায়েতে বিধায়কদের জোনের নিরিখে পারফরম্যান্স দেখে ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনে টিকিট দিতে পারে দল। এমনই শোনা যাচ্ছে সূত্র মারফৎ। ইতিমধ্যেই বিজেপি নিজস্ব বিশ্লেষণ শুরু করে দিয়েছে যোগী আদিত্য়নাথের এলাকা ঘিরে। আর সেই বিশ্লেষণধর্মী রিপোর্টের ওপরেই নির্ভর করে রয়েছে উত্তরপ্রদেশে প্রার্থী বাছাইয়ের পদক্ষেপ।
বাংলার মডেলেই প্রচার !
শোনা গিয়েছে, পশ্চিমবঙ্গে যেভাবে প্রচার চালিয়েছে বিজেপি, সেভাবেই উত্তরপ্রদেশে প্রচার করবে বিজেপি। সূত্রের খবর, বাংলায় যেভাবে প্রতি মাসে অমিত শাহ থেকে নাড্ডারা এসেছেন প্রচারের কাজে, সেভাবেই উত্তরপ্রদেশেই শাহ-নাড্ডারা প্রতি মাসে সফর করতে চলেছেন ২০২২ এর আগে। তাঁরা সরেজমিনে দেখে নেবেন বিজেপির প্রস্তুতিপর্ব।
যোগী-নেতৃত্বে ভরসা!
প্রসঙ্গত, একটা সময় শোনা গিয়েছিল যে উত্তরপ্রদেশের তখত থকে সম্ভবত সরিয়ে দেওয়া হতে পারে যোগী আদিত্যনাথকেষ সেই জল্পনায় জল ঢেলে উত্তরপ্রদেশে বিজেপির ইনচার্জ জানিয়ে দিয়েছেন, এসব মানুষের মন গড়া কথা। সূত্রের খবর উত্তরপ্রদেশে একমাত্র যোগী আদিত্যনাথের নেতৃত্বেই বিজেপির প্রবল ভরসা রয়েছে। বিশেষত তাঁর গর্ভনেন্স মডেল ও দুর্নীতি দমনে জোর দিয়ে বিডেপি ২০২২ ভোট বৈতরণী পার করে যেতে চাইছে।
পঞ্চায়েত ভোট পরবর্তী রদবদল
পঞ্চায়েত ভোটের পরবর্তী পর্যায়ে উত্তরপ্রদেশে বিজেপির অন্দরে একাধিক রদবদল আসবে বলে খবর। উত্তরপ্রদেশ বিজেপি সরকারে সম্ভবত নতুন মুখ হতে চলেচেন নরেন্দ্র মোদীর সরকারের প্রাক্তন আমলা একে শর্মা। সেই জায়গা থেকে আগামী ৮ মাস কার্যত বিজেপি বড়সড় চ্যালেঞ্জ নিয়ে ময়দানে নামতে চলেছে।