মহিলাদের ১০ হাজার মিটারের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন নেদারল্যান্ডসের লং ডিসট্যান্স রানার সিফান হাসান। টোকিও অলিম্পিক্সের আগে এই সাফল্য নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে দিল বিশ্বচ্যাম্পিয়নের।
(ছবি- ইনস্টাগ্রাম)
২০১৯ সালে দোহায় সোনা জিতে তিনি বিশ্বচ্যাম্পিয়নের স্বীকৃতি পান। আগামী মাসে টোকিও অলিম্পিক্সে নামার আগে আজ তিনি নিজের দেশেই হেনজেলোতে কন্টিনেন্টাল ট্যুর মিটে নেমেছিলেন। সেখানেই গড়লেন ১০ হাজার মিটারে নতুন বিশ্বরেকর্ড। মাইল, এক ঘণ্টার ইভেন্ট ও পাঁচ কিলোমিটারের রোড রেসের রেকর্ডের পর এই বিশ্বরেকর্ডটি গড়ে তিনি উচ্ছ্বসিত।
(ছবি- ইনস্টাগ্রাম)
হাসান এদিন সময় নেন ২৯ মিনিট ৬.৮২ সেকেন্ড। এর আগে বিশ্বরেকর্ড গড়েছিলেন ইথিওপিয়ার আলমাজ আয়ানা, ২০১৬-র রিও অলিম্পিক্সে। তিনি সময় করেছিলেন ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ড। নতুন বিশ্বরেকর্ড গড়ে হাসান বলেছেন, আজ হেনজেলোতে যে বিশ্বরেকর্ডটি গড়লাম তা এতদিন আমার কাছে ছিল স্বপ্নের মতো।
(ছবি- ইনস্টাগ্রাম)
হাসান আরও বলেন, টোকিও অলিম্পিক্সের জন্য আমরা যে কঠোর পরিশ্রম করছি সেই প্রস্তুতিরই সুফল এই বিশ্বরেকর্ড। দেশবাসীর সামনে এই বিশ্বরেকর্ড গড়তে পারা বেশি আনন্দ দিচ্ছে। ইনস্টাগ্রামে তিনি কোচ, ফিজিও, ম্যানেজারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলমাজকে ট্যাগ করে লিখেছেন, এই বিশ্বরেকর্ডটি ভাঙা সত্যিই কঠিন ছিল। আলমাজ আয়ানার মতো কিংবদন্তিকে অনুপ্রেরণা ধরেই নিজেকে প্রস্তুত করছি।