২১৬ দিন ধরে করোনায় আক্রান্ত এইচআইভি পজিটিভ মহিলা, শরীরেই ৩২ বার মিউটেশন ভাইরাসের

একই শরীরে বাসা বেঁধেছে এইআইভি পজিটিভ ও মারণ করোনা ভাইরাসের মিউটেশন। দক্ষিণ আফ্রিকার গবেষকরা এক ৩৬ বছরের মহিলার দেহে এই দু’‌টি মারাত্মক রোগের সন্ধান পেয়েছেন। ওই মহিলা ২১৬ দিন ধরে করোনা ভাইরাস বহন করছেন এবং সেই রোগীর শরীরেই নাকি করোনা ভাইরাস ৩০ বারের বেশি বার চরিত্র বদল করেছে বা সেটির মিউটেশন হয়েছে। এরকম বিরল কেস দেখে হতবাক গবেষকরাও।

একাধিক ভ্যারিয়ান্ট শরীরে

এই কেস রিপোর্ট প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার মেডিক্যাল জার্নাল মেডআরজিভে। ওই রিপোর্ট অনুযায়ী, ওই মহিলার ২০০৬ সালে এইচআইভি ধরা পড়ে এবং এরপর থেকেই তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশঃ দুর্বল হয়ে যায়। গত বছরের সেপ্টেম্বরে ওই মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হন, সেই সময় সেই রোগীর শরীরে করোনা ভাইরাস ১৩ বার স্পাইক প্রোটিন মিউটেশন ঘটিয়েছে ও ১৯টি অন্য জেনেটিক শিফট জমা হয়েছে, যা ভাইরাসের চরিত্রকে বদল করে দিয়েছে।

যে মিউটেশনগুলি উদ্বেগ বাড়িয়েছে

এই মিউটেশনের মধ্যে কিছু কিছু ভ্যারিয়ান্ট বেশ উদ্বেগের। যার মধ্যে ই৪৮৪কে মিউটেশন, যেটি আলফা ভ্যারিয়ান্ট বি.‌১.‌১.‌৭-এর অংশ (‌যা প্রথম ব্রিটেনে সনাক্ত হয়)‌ এবং এন৫১০ওয়াই মিউটেশন, যা বেটা ভ্যারিয়ান্ট বি.‌১.‌৩৫১-এর অংশ (‌দক্ষিণ আফ্রিকায় প্রথম সনাক্ত হয়)‌ অন্যতম।

এইচআইভি রোগীদের ঝুঁকি বেশি

রিপোর্ট অনুযায়ী এটা এখনও স্পষ্ট নয় যে এই মিউটেশনগুলি মহিলার মাধ্যমে অন্য কারোর দেহে সংক্রমিত হয়েছে কিনা। তবে গবেষকরা জানান যে এটি সম্ভবত কোনও কাকতালীয় ঘটনা নয়, কারণ বেশিরভাগ নতুন ভ্যারিয়ান্টগুলি দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটালের মতো অঞ্চল থেকে উদ্ভূত হয়েছে যেখানে ৪ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ জনেরও বেশি এইচআইভি পজিটিভ। এইচআইভি-সংক্রমিত ব্যক্তিদের কোভিড-১৯ হওয়ার ঝুঁকি বেশি এ সংক্রান্ত প্রমাণের তথ্য খুব কম পাওয়া গিয়েছে এবং একাধিক মেডিক্যাল কাকতালীয় ঘটনায় গবেষকরা জানিয়েছেন যে যদি এ ধরনের একাধিক কেস পাওয়া যায় অ্যাডভান্স এইচআইভি আক্রান্ত রোগীরা পুরো বিশ্বের জন্য ভ্যারিয়ান্ট কারখানায় পরিণত হতে পারে।

এইআইভি ও করোনা সংক্রমণ

কোয়াজুলু-নাটালের বিশ্ববিদ্যালয়ের জেনেটিসিস্ট তুলিও ডে অলিভেইরা জানিয়েছেন যে ইমিউনোসাপ্রেসড রোগীরা অন্যদের তুলনায় কোভিড-১৯ বেশিদিন ধরে বহন করে থাকেন। ওই মহিলার কেস নিয়ে ডে ওলিভেইরা জানান যে তাঁর প্রাথমিক উপসর্গে খুবই হাল্কা উপসর্গ দেখা গিয়েছিল, এমনকী তিনি তখনও করোনা ভাইরাস বহন করে চলেছেন।

এইচআইভিদের জন্য চিকিৎসার আহ্বান

গবেষকরা আরও এইচআইভি আক্রান্তদের জন্য পরীক্ষা ও চিকিৎসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছিলেন কারণ এটি এইচআইভি থেকে মৃত্যুর হার হ্রাস করবে, এইচআইভি সংক্রমণ হ্রাস করবে, এবং নতুন কোভিড ভ্যারিয়ান্ট তৈরির সম্ভাবনা হ্রাস করবে যা সংক্রমণের অন্য ওয়েভ হতে পারে।

উদ্বেগ বাড়তে পারে ভারতের

তবে পরবর্তী সমীক্ষায় যদি দেখা যায় যে মিউটেশন ও এইচআইভি রোগীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণের যোগ প্রমাণিত তবে এটি ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক, কারণ এই দেশে প্রায় ১০ লক্ষ মানুষ এইচআইভি সংক্রমিত এবং তাঁরা চিকিৎসাও পাননি।

ভারতে করোনা গ্রাফে ১৫ লক্ষের নিচে অ্যাক্টিভ রোগীর সংখ্যা, ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্তভারতে করোনা গ্রাফে ১৫ লক্ষের নিচে অ্যাক্টিভ রোগীর সংখ্যা, ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত

More CORONAVIRUS News  

Read more about:
English summary
HIV-infected women have been infected with corona for 216 days, with more than 30 mutations in the body