যোগী রাজ্যে গণধর্ষণ নিয়ে বিজেপির অগ্নিমিত্রা পালকে টুইটে একহাত নিলেন নুসরত জাহান

উত্তরপ্রদেশের বরেলিতে একটি মেয়েকে অপহরণ করে ৬ মিলে গণধর্ষণ করার ঘটনায় টুইটারে সরব হলেন তৃণমূলের সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরত জাহান। তিনি বিজেপির সদ্য জয়ী হওয়া বিধায়ক অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করেন টুইটারে।

জানা গিয়েছে, বরেলির ইজ্জতনগর পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকার বাসিন্দা ওই তরুণী তাঁর স্কুটি করে বাইরে বেরিয়েছিলেন। সেই সময় তাঁকে অপহরণ করা হয় এবং ৬ জন মিলে তাঁকে গণধর্ষণ করে। পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনা ঘটেছে ৩১ মে। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে তবে তদন্ত চলছে।

উত্তরপ্রদেশের এই ঘটনা নিয়ে টুইটারে তীব্র প্রতিবাদ করতে দেখা যায় নুসরত জাহানকে। তিনি টুইটে বলেন, '‌খুব জঘন্যভাবে মহামারি পরিস্থিতি পরিচালনা করার মধ্যেই উত্তরপ্রদেশ থেকে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা হাওয়া হয়ে গিয়েছে। অবাক হচ্ছি কেন অগ্নিমিত্রা পাল এই বিষয়ে তাঁর তীব্র মন্তব্য থেকে বিরত রয়েছেন?‌ যখন বিষয়টিকে রাজনীতি করা যায় তখন আপনি কি কেবল মহিলাদের সুরক্ষার বিষয়ে চিন্তা করেন? লজ্জাজনক!’‌

এর আগেও বহুবার নুসরতকে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতে দেখা গিয়েছে। এমনকী বিধানসভা নির্বাচনের সময় যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় প্রচার করতে এসেছিলেন তখনও নুসরত টুইট করে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই সময় তিনি উত্তরপ্রদেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে জানান যে যোগী আদিত্যনাথের কাছে বাংলার ভোট তাঁর রাজ্যের সুরক্ষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

বিজেপি পার্টি অফিসের সামনে বোমা 'ষড়যন্ত্র' এর অংশ, সরব হতে শুরু করলেন দলের হেভিওয়েটরা বিজেপি পার্টি অফিসের সামনে বোমা 'ষড়যন্ত্র' এর অংশ, সরব হতে শুরু করলেন দলের হেভিওয়েটরা

প্রসঙ্গত, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কম বিতর্ক শুরু হয়নি। যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক ও নিখিল জৈনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়া নিয়ে টলিপাড়ায় বিস্তর জল্পনা চলছে কিন্তু তার মাঝেই তিনি বিভিন্ন খবর নিয়ে টুইটারে তাঁর মতামত জানাতে ভুলছেন না।

More NUSRAT JAHAN News  

Read more about:
English summary
nusrat jahan post about uttar pradesh gang rape