নুসরত–নিখিল–যশের ত্রিকোণ সম্পর্ক নিয়ে ফেসবুকে পোস্ট বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের

‌নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় টলি পাড়া। বিবাহিত জীবনে নিখিল জৈনের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই ভালো নয় তার ওপর আবার যশ দাশগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমেই প্রকাশ পেয়েছে। নিত্য নতুন খবরের ঘেরাটোপে ক্রমেই জর্জরিত টলি অভিনেত্রী। এবার নুসরত ও নিখিল জৈনের ভাঙ্গা দাম্পত্য নিয়ে ফেসবুকে পোস্ট করলেন আর এক বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।


ফেসবুক পোস্টে তিনি নুসরতকে কটাক্ষ করে জানান যে তাঁর খবর তিনি দেখেছেন। তসলিমা নিখিল–নুসরতের মাঝে যশের চলে আসার কথাও উল্লেখ করেছেন। তিনি নুসরতকে পরামর্শ দিয়েছেন যে সম্পর্ক ভালো না হলে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটাই শ্রেয়। ধর্মের ঊর্ধ্বেই যে মানবতা, তা বারবার নিজের লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি। সেই প্রসঙ্গ আরও একবার টেনে এনেছেন তসলিমা। অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী লেখিকা নুসরত এবং নিখিলের বিয়েতে বেজায় খুশি হয়েছিলেন বলেও জানান। তবে তসলিমা জানিয়েছেন যে নুসরত ও নিখিলের সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি দুঃখ পেয়েছেন। নুসরতের রূপেরও প্রশংসা করে তিনি তাঁকে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তুলনা করেছেন।

একটি ভ্যাকসিন ডোজ ৩২০০ টাকায় বিকোচ্ছে, টিকাকরণ দুর্নীতি নিয়ে কট্টর বিরোধীর বিরুদ্ধে সরব বিজেপি একটি ভ্যাকসিন ডোজ ৩২০০ টাকায় বিকোচ্ছে, টিকাকরণ দুর্নীতি নিয়ে কট্টর বিরোধীর বিরুদ্ধে সরব বিজেপি

ফেসবুক পোস্টে তসলিমা তারকা সাংসদ ও তাঁর স্বামী নিখিল জৈনের সম্পর্ক নিয়ে লিখতে গিয়ে তিনি বলেন, '‌কজনকে ত্যাগ করে আরেকজনকে বিয়ে করলে খুব যে সুখময় হয়ে ওঠে জীবন তা নয়।’‌ নুসরতের বিতর্কিত জীবন নিয়ে যদিও নুসরত নিজে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। তিনি তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন গুঞ্জন নিয়েও মুখে তালা দিয়েছেন। পরিবর্তে একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে চলেছেন তিনি।

More NUSRAT JAHAN News  

Read more about:
English summary
taslima nasrin write a facebook post over nusrats love life