নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় টলি পাড়া। বিবাহিত জীবনে নিখিল জৈনের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই ভালো নয় তার ওপর আবার যশ দাশগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমেই প্রকাশ পেয়েছে। নিত্য নতুন খবরের ঘেরাটোপে ক্রমেই জর্জরিত টলি অভিনেত্রী। এবার নুসরত ও নিখিল জৈনের ভাঙ্গা দাম্পত্য নিয়ে ফেসবুকে পোস্ট করলেন আর এক বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
একটি ভ্যাকসিন ডোজ ৩২০০ টাকায় বিকোচ্ছে, টিকাকরণ দুর্নীতি নিয়ে কট্টর বিরোধীর বিরুদ্ধে সরব বিজেপি
ফেসবুক পোস্টে তসলিমা তারকা সাংসদ ও তাঁর স্বামী নিখিল জৈনের সম্পর্ক নিয়ে লিখতে গিয়ে তিনি বলেন, 'কজনকে ত্যাগ করে আরেকজনকে বিয়ে করলে খুব যে সুখময় হয়ে ওঠে জীবন তা নয়।’ নুসরতের বিতর্কিত জীবন নিয়ে যদিও নুসরত নিজে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। তিনি তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন গুঞ্জন নিয়েও মুখে তালা দিয়েছেন। পরিবর্তে একের পর এক ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে চলেছেন তিনি।