অমিত শাহের মন্ত্রক পাঠাচ্ছে দল
কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এবার বাংলায় আসতে চলেছে সেন্ট্রাল টিম। ৩ দিনের সফরে বাংলায় আজ সেন্ট্রাল টিম। আজ থেকে ৩ দিন ধরে রাজ্যের একাধিক জায়গায় ইয়াস পরবর্তী পরিস্থিতি পরিদর্শন করবে দল।
নবান্নে হাইভোল্টেজ বৈঠক
শেষবার প্রধানমন্ত্রীর সফরকালে ইয়াস পরিস্থিতি নিয়ে বৈঠকে বাংলার প্রতিনিধিরা অনুপস্থিত ছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে আঙুল তোলা হয়েছে। এবার সেন্ট্রাল টিম নবান্নে হাইভোল্টেজ বৈঠক করবে বলে খবর। বৈঠকে একাধিক আমলা থেকে মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলেও খবর মিলেছে। এবারেও বৈঠকে থাকছে সেই ইয়াস পরিস্থিতি।
কোথায় কোথায় যাবে সেন্ট্রাল টিম?
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যে রাজ্য়ে এসেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবে সেন্ট্রাল টিম। এছাড়াও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করবে দল। জানা গিয়েছে , সোমবার সম্ভবত এসকে সাহানির নেতৃত্বাধীন এই দল ইয়াস বিধ্বস্ত পরিস্থিতি খতিয়ে দেখবে।
৭ সদস্যের দল ও উদ্দেশ্য
মূলত ইয়াসের জেরে রাজ্যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা তার খরচ কি, তা সরেজমিনে খতিয়ে দেখবে এই সেন্ট্রাল টিম। এদিকে, রাজ্যে এর আগের বার আমফানের সময়েও একই ঘটনা ঘটে। সেই সময়ও রাজ্যের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানোর পর সেন্ট্রাল চিম এসে ক্ষয়ক্ষতি দেখে তা নিয়ে পর্যালোচনা করে। এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনিক কর্তাদের সঙ্গে এই টিমের বৈঠক সম্পন্ন হবে।