তরজা কোন পথে ?
শনিবার কেজরিওয়াল সরকার জানিয়েছেন, দুয়ারে রেশন প্রকল্পের প্রস্তাব বাতিল করা হয়নি। বরং সেই প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে। তিনি নিজের বক্তব্যে জানিয়েছেন , কেন প্রয়োজন পুর্নবিবেচনার। সেই কারণ দর্শাতে গিয়ে তিনি বলেন , এই প্রস্তাবে রেশন বিতরণের পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। আর পদ্ধতি কার্যকরী হলে বাইরের দামের থেকে বেশি দামে গ্রাহকদের সামগ্রী কিনতে হতে পারে। তাই জাতীয় সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী এটি কেন্দ্রীয় সরকারের অনুমোদনের প্রয়োজন।
আইনি পরিস্থিতি
এদিকে, দিল্লি সরকারের প্রস্তাবকে চ্যালেঞ্জ জানিয়ে রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে একটি আবেদন দিল্লি হাইকোর্টে রাখা হয়েছে। এই দিক থেকেই স্কিম আপাতত আইনি গেরোর অন্তর্গত। সেই আবেদনের মামলার শুনানিও হবে।
স্কিমে কী রয়েছে?
প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কয়েকদিন আগে জানিয়েছিলেন , গরিব পরিবারের ৭২ লাক্ষ মানুষকে ৫ কেজি করে রেশন দেবে দিল্লি সরকার। কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে মিলবে আরও ৫ কেজি। অর্থাৎ মোট ১০ কেজি রেশন তুলে দেওয়া হবে মানুষের হাতে।
দুয়ারে রেশন ও বাংলা, দিল্লি
প্রসঙ্গত, দিল্লির বুকে ৭২ লাখ গরিব মানুষ এই স্কিমের হাত ধরে সাহায্য পেতে পারেন। এদিকে, সেই স্কিম দিল্লিতে শুরুর আগেই কার্যত থমকে গিয়েছে। কেন্দ্রের সঙ্গে কেজরিওয়াল সরকারের সংঘাতও এই মর্মে তুঙ্গে। এদিকে, বাংলায় আর কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে এই স্কিম। তার আগে এমন পরিস্থিতি নিয়ে একাধিক মহলের নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের দিকেও।