বলা যাবে না মালয়ালাম! নার্সদের জন্য ফতোয়া জারি করে বিতর্কে দিল্লির হাসপাতাল

ভারতে সাংবিধানিক ভাবে কোনও জাতীয় ভাষা না থাকলেও সরকারি ক্ষেত্রগুলিতে হিন্দি ও ইংরেজীর চলই বেশি। তবে বাকি আঞ্চলিক ভাষাগুলির ব্যবহারও রাজ্য ভিত্তিক ব্যবহার হয়ে থাকে। যদিও মূলত কেন্দ্রের হাত ধরে বিভিন্ন ক্ষেত্রে হিন্দি আগ্রসন নিয়ে বিতর্কে দেশে দীর্ঘদিনের। এমতাবস্থায় দিল্লির সরকারি হাসপাতালে মালায়ালাম ভাষার উপর জারি হল ফতোয়া। যা নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে বিভিন্ন মহলে।

কর্মক্ষেত্রে এসে রোগী, রোগীর আত্মীয়স্বজন, এমনকী ডাক্তারদের সঙ্গেও কোনও ভাবেই মালায়ালাম ভাষায় কথা বলা যাবে না বলে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে দিল্লির ওই হাসপাতাল। এমনকী নিয়ম অমান্যে কঠোর বিধিনিষেধ আরোপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দিল্লির গোবিন্দ বল্লভ পান্ত পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (জিআইপিএমআর)এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর।

যদিও এই খবর চাউর হতেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বিভিন্ন রাজ্যের নার্সরা ও অন্যান্য সরকারি হাসপাতাল এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। জিআইপিএমআর কর্তৃপক্ষের অভিযোগ হাসপাতালে যোগাযোগের ক্ষেত্রে মালায়ালাম ভাষা ব্যবহার করা হচ্ছে। এদিকে হাসপাতালের বেশিরভাগ রোগী ও কর্মী এই ভাষা জানেন না, সেখানে এই ভাষা ব্যবহারের ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সকলকে।

যোগীকে জনসমক্ষে জন্মদিনে কেন শুভেচ্ছা জানালেন না মোদী! গুঞ্জনের মধ্যেই একাধিক তথ্য প্রকাশ্যে যোগীকে জনসমক্ষে জন্মদিনে কেন শুভেচ্ছা জানালেন না মোদী! গুঞ্জনের মধ্যেই একাধিক তথ্য প্রকাশ্যে

এদিকে ওই হাসপাতালে বর্তমানে ৩০০ থেকে ৩৫০ নার্স কর্মরত রয়েছে বলে জানা যাচ্ছে। তারাও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি কাজের সময় তারা কখনওই মালায়ালাম ভাষা ব্যবহার করেন না। হিন্দিই বলেন বেশিরভাগ সময়। হিন্দু অধ্যুষিত এলাকায় রোগীদের সঙ্হে মালায়ালাম ভাষায় কথা বললে অসুবিধা হবে জেনেই তারা হিন্দিও রপ্ত করেছেন। কিন্তু বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজেদের মধ্যেও মালায়ালামে কথা বলতে নিষেধ করছে। আগামী সোমবার ৭ জুন হাসপাতালের নার্সদের সংগঠনের মাধ্যমে এই নয়া সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করবে বলেও জানা যাচ্ছে।

More HINDI News  

Read more about:
English summary
Malayalam can not be said! Delhi Hospital in controversy over issuing fatwa for nurses