দিলীপের বৈঠকে না গেলেও 'রাজনৈতিক গুরু' মুকুলের শরণে সৌমিত্র, শুভ্রাংশুর উপস্থিতিতে বৈঠকে জল্পনা তুঙ্গে

জেলা বিজেপির (bjp) হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরে দিলীপ ঘোষের (dilip ghosh) বৈঠক এরিয়ে কলকাতায় চলে এসেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (soumitra khan)। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আর এবার সল্টলেকে মুকুল রায়ের বাড়িতে গিয়ে শুভ্রাংশু রায়ের উপস্থিতি করলেন বৈঠক। যা নিয়েই জল্পনা আরও বেড়েছে।

বিধি মানতেই যাননি দলের বৈঠকে, গেলের মুকুলের বাড়িতে

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শনিবার। তারপরে বাঁকুড়ায় দিলীপ ঘোষের বৈঠকও এড়িয়ে কলকাতায় চলে এসেছিলেন। বলেছিলেন, করোনার বিধিনিষেধ মানতেই তিনি ১৫ জুন পর্যন্ত কোনও সভা সমাবেশে যাচ্ছেন না। সেই সৌমিত্র খাঁ, রবিবার বিকেলে হাজির সল্টলেকের বিডি ব্লকে মুকুল রায়ের বাড়িতে। সেই সময় বাড়িতে ছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। মুকুল রায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে আসেন সৌমিত্র খাঁ।

মুকুলদার কাছে রাজনীতিতে হাতেখড়ি

মুকুল রায়ের সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে সৌমিত্র বলেন, মুকুলদার সঙ্গে তাঁর সম্পর্ক আজকের নয়। তাঁর কাছেই রাজনীতিতে হাতে খড়ি। কাকিমার খবর নিতেই তিনি সেখানে, বলে জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রাজনৈতিক গুরুর সঙ্গে রাজনৈতিক আলোচনাও হয়েছে।

জল্পনা উড়িয়েছেন সৌমিত্র

এদিন অবশ্য সৌমিত্র তাঁকে নিয়ে হওয়া জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপির এক দায়িত্বশীল নেতা তিনি। দল থেকে বেরিয়ে যাওয়ার মানসিকতা নেই। বিজেপিতে তিনি নিঃশ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন। শনিবার তিনি বলেছিলেন, আড়াইবছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যে সময়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেই সময় বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ছিল ৩, আর এখন ৭৭। তাঁকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে, তা নিজেই উড়িয়েছিলেন শনিবারও।

তৃণমূল ভাল, বিজেপি খারাপ

সৌমিত্র নিজের অবস্থান নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করলেন, গত কয়েকদিন ঘটনা কিন্তু একাধিক বিজেপি নেতার তৃণমূল ত্যাগের জল্পনা জোরদার করেছেন। প্রথমে শুভ্রাংশু রায় দলকে আত্ম সমালোচনা করতে বলেছিলেন। পরে হাসপাতালে অভিষেক তাঁর মাকে দেখতে যাওয়ায় প্রশংসায় মুখর হয়েছিলেন। বলেছিলেন বাবা করোনায় আক্রান্ত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছিলেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যাওয়ার পরেই দিলীপ ঘোষও হাসপাতালে গিয়েছিলেন। যা নিয়ে মুকুল রায় বলেছিলেন, দিলীপ ঘোষ কোথায়, কেন গিয়েছিলেন তা তিনি জানেন না। দিলীপ ঘোষ যে সময় হাসপাতালে গিয়েছিলেন, সেই সময় শুভ্রাংশুও সেখানে ছিলেন না বলে জানিয়েছিলেন মুকুল রায়। অন্যদিকে ভোটের পরে গত নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়া প্রবীর ঘোষালের মাতৃ বিয়োগ হওয়ার পরে বিজেপির তরফে শুভেন্দু অধিকারী এবং জেলা নেতারা বাদে আর কেউ খোঁজ নেননি বলে জানিয়েছেন। যা নিয়ে অনুযোগ করে তিনি বলেছেন, খবর পেয়েই খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁকে হারিয়ে জেলা তৃণমূলের কাঞ্চন মল্লিক।

রয়েছে একাধিক ইস্যু, জুনেই মমতার সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার পরিকল্পনা বিজেপির, সম্ভাব্য তারিখ নিয়ে জল্পনারয়েছে একাধিক ইস্যু, জুনেই মমতার সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার পরিকল্পনা বিজেপির, সম্ভাব্য তারিখ নিয়ে জল্পনা

More SOUMITRA KHAN News  

Read more about:
English summary
BJP MP Soumitra Khan meets Mukul Roy in his Salt Lake house.
Story first published: Sunday, June 6, 2021, 23:25 [IST]