প্যারিস: ফিলিপ চ্যাট্রিয়ার কোর্টে(Philippe-Chatrier Court) শনিবার রাতে ৩ ঘন্টা ৩৫ মিনিট লড়াইয়ের পরই আভাসটা দিয়েছিলেন। কয়েকঘন্টার মধ্যে তা নিশ্চিতও করলেন রজার ফেডেরার(Roger Federer)। চলতি ফরাসি ওপেনের(French Open) শেষ ষোলোয় পৌঁছেও নাম প্রত্যাহার করে নিলেন সুইস কিংবদন্তি। পরবর্তী গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে(Wimbledon) ফোকাস করতেই লাল সুড়কির কোর্টের গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম প্রত্যাহার রজারের।

২০টি মেজর জয়ী নাম প্রত্যাহারের মুহূর্তে জানিয়েছেন এক বছরেরও বেশি সময় ধরে রিহ্যাবের পর শরীরের কথা শোনাটাও এখন ভীষণ জরুরি। রবিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ফেডেরার লিখেছেন, ‘আমার টিমের সঙ্গে আলোচনা করে আমি রোলাঁ গারো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। হাঁটুর জোড়া অস্ত্রোপচার এবং এক বছরেরও বেশি সময় ধরে রিহ্যাব চলার পর এই মুহূর্তে শরীরের কথা শোনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমায় খেয়াল রাখতে হবে আমি এখন সহজে সুস্থ হতে পারব না।’

রজার আরও বলেন, ‘এখানে তিন ম্যাচ খেলে আমি রোমাঞ্চ অনুভব করেছি। কোর্টে প্রত্যাবর্তনের চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না।’ উল্লেখ্য, অস্ত্রোপচার এবং রিহ্যাব পর্ব কাটিয়ে ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের(Australian Open 2020) পর চলতি ফরাসি ওপেনই প্রথম গ্র্যান্ড স্ল্যাম ছিল রজারের। ভালোই এগোচ্ছিলেন তিনি। শেষ ষোলোয় ইতালির মাত্তেও বেরেত্তিনির(Matteo Berrettini) মুখোমুখি হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তৃতীয় রাউন্ডে জার্মানির ডমিনিক কোয়েপফারের(Dominik Koepfer) বিরুদ্ধে উত্তেজক জয়ের পরেই আশঙ্কার কথা শুনিয়ে রাখেন ২০০৯ রোলাঁ গারো চ্যাম্পিয়ন।

৩৯ বছরের ফেডেরার ম্যাচের পর জানান, ‘আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি এখানে আর খেলা চালিয়ে যাব কীনা। হাঁটুর উপর এত চাপ দেওয়াটা বড্ড ঝুঁকি বলে মনে হচ্ছে। এর চেয়ে বিশ্রাম দেওয়া ভালো নয় কি?’ তিনি আরও বলেন, ‘প্রত্যেক ম্যাচের পর আমায় এখন পরিস্থিতি যাচাই করতে হয়। পরদিন সকালে উঠে বুঝতে হয় কী অবস্থায় রয়েছি এবং আমার হাঁটু কেমন রয়েছে? আর এমন লম্বা একটা ম্যাচ খেলার পর তো এই কথাগুলো আরও বেশি করে সত্যি মনে হয়।’ উল্লেখ্য, ২৮ জুন থেকে শুরু হতে চলা প্রিয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে এবার নবম খেতাবের খোঁজে নামবেন সুইস মায়েস্ত্রো। তার আগে ঘাসের কোর্টে একটি প্রস্তুতি টুর্নামেন্টও খেলবেন ফেডেরার।

প্যারিসে(Paris) নাইট কারফিউয়ের(Night Curfew) কারণে শনিবার ফেডেরারের নৈশালোকের ম্যাচ দেখতে গ্যালারিতে ছিলেন না কোনও দর্শক। জার্মান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শনিবার ফেডেরারের চার সেটের তুল্যমূল্য লড়াই হয়। উত্তেজক ম্যাচে সুইস কিংবদন্তির পক্ষে ম্যাচের ফল ছিল ৭-৬(৭-৫), ৬-৭(৩-৭), ৭-৬(৭-৪), ৭-৫।

রোলা গাঁরোয় কী আর দেখা যাবে ৪০ ছুঁই-ছুঁই রজারকে? এমন প্রশ্নের সম্ভাবনাও অমূলক নয়। তবে টুর্নামেন্ট ডিরেক্টর গাই ফরগেট রজারের নাম তুলে নেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘রজার প্যারিসে কামব্যাক করায় আমরা প্রত্যেকেই রোমাঞ্চিত ছিলাম। বাকি মরশুমের জন্য তাঁর প্রতি শুভেচ্ছা রইল।’

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.