নয়াদিল্লি: ভারতে লঞ্চ কার্ড মিলতে পারে Samsung Galaxy M21 Prime Edition স্মার্টফোনের। সম্প্রতি এমনই একটি তথ্য সামনে উঠে এসেছে। যদিও দক্ষিণ কোরিয়ান সংস্থা Samsung এর তরফে এখনও কিছু স্পষ্ট করা হয়নি। তবে ভারতের ওয়েবসাইটে Samsung Galaxy M21 Prime Edition এর বিষয়টি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস(BIS) এবং গুগল প্লে সমর্থিত ডিভাইসের তালিকাতেও সংস্থার এই স্মার্টফোনটি স্থান পেয়েছে। আশা করা হচ্ছে গত বছর মার্চে লঞ্চ হওয়া Galaxy M21 এর মতো একই বৈশিষ্ট্য রাখা হতে পারে নতুন ফোনে।

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice) একটি রিপোর্টে জানিয়েছে, সংস্থার ভারতের ডেডিকেটেড সাপোর্ট পেজ অনুযায়ী আসন্ন স্মার্টফোনের দাম রাখা হতে পারে ১৪,২৯৯ টাকা। যদিও এই ওয়েবপেজে কোনও স্মার্টফোনের নাম প্রকাশ করা হয়নি। তবে SM-M215G/DS মডেল নম্বরের উল্লেখ রয়েছে। অন্যদিকে গতবছর প্রকাশ হওয়া Galaxy M21 ফোনের মডেল নম্বর ছিল SM-M215F/DS।

গতবছর ভারতে Samsung Galaxy M31 Prime Edition লঞ্চ করার জন্য সংস্থার সঙ্গে হাত মিলিয়েছিল অ্যামাজন ভারত (Amazon India)। এই Prime Edition মডেলটিতেও Galaxy M31 এর মতো সমস্ত বৈশিষ্ট্য এক রাখা হয়েছিল। মনে করা হচ্ছে Galaxy M21 Prime Edition লঞ্চের ক্ষেত্রেও একই পথ নির্বাচন করতে পারে সংস্থা। পাশাপাশি নতুন ফোনের ফলে আরও একাধিক গ্রাহক যুক্ত হতে পারে সংস্থায় বলেও মনে করা হচ্ছে।

গতবছর Samsung Galaxy M21 একটি স্টোরেজের বিকল্পে ভারতের বাজারে প্রকাশ করা হয়েছিল। এই মডেলের 4GB RAM + 64GB স্টোরেজের দাম রাখা হয়েছিল ১২,৪৯৯ টাকা।

আসন্ন ফোনে যদি Samsung Galaxy M21 স্মার্টফোনের মতো একই বৈশিষ্ট্য রাখা হয়, তবে থাকবে একটি 6.4-inch full-HD+ (1,080×2,340) ডিসপ্লের ব্যবস্থা। পাশাপাশি পাওয়া যেতে পারে একটি octa-core Exynos 9611 SoC এবং 6,000mAh এর একটি ব্যাটারি পরিষেবা। অন্যদিকে ক্যামেরার জন্য থাকতে পারে একটি triple rear ক্যামেরার সেটআপ। যার মধ্যে যুক্ত থাকবে একটি 48-megapixel primary সেন্সার। সেলফি এবং ভালো ভিডিও কলের জন্য রাখা হতে পারে একটি 20-megapixel selfie ক্যামেরা সেন্সারের ব্যবস্থা। 6GB of RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজের পরিষেবা মিলতে পারে বলেও আশাকরা হচ্ছে Samsung Galaxy M21 Prime Edition স্মার্টফোনে ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.