ইংল্যান্ড সফরে খেলার সুযোগ না পেয়ে হতাশ ভারতীয় স্পিনার, ফিরে আসতে মরিয়া

অবশেষে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দলে সুযোগ না পাওয়ার হতাশার বহিঃপ্রকাশ ঘটালেন কুলদীপ যাদব। একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের অংশ হতে না পেরেও তিনি খুশি নন, তাও জানিয়েছেন বাঁ-হাতি চায়নাম্যান। তবে খুব শীঘ্রই যে তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটবে, তাও জানিয়েছেন কুলদীপ।

হতাশ কুলদীপ

কোনও রাখঢাক না করে কুলদীপ যাদব জানিয়েছেন, তিনি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়ে নিজের সেরাটা দিতে চেয়েছিলেন। হাই-ভোল্টেজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে ভারতে জেতাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন বাঁ-হাতি চায়নাম্যান। উল্লেখ্য ইংল্যান্ড সফররত ভারতীয় দল থেকে কুলদীপ যাদবের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। কথা উঠেছে দলে হার্দিক পান্ডিয়ার সুযোগ না পাওয়া নিয়েও।

এখানেই সব শেষ নয়

ইংল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ না পেলেও এখানেই তাঁর কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে না বলে সাফ জানিয়েছেন কুলদীপ যাদব। তাঁর কথায়, জাতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নিতে আগামী সুযোগকে তিনি কাজে লাগাতে চান। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের দলে নিজেকে অপরিহার্য করে তোলাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন বাঁ-হাতি স্পিনার।

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আরগওয়াল, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেরক্ষক), চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।

কুলদীপ যাদবের টেস্ট কেরিয়ার

ভারতের হয়ে এখনও পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন কুলদীপ যাদব। ২৬টি উইকেট নিয়েছেন বাঁ-হাতি চায়নাম্যান। টেস্টের এক ইনিংসে দুই বার পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন কুলদীপ।

More KULDEEP YADAV News  

Read more about:
English summary
Kuldeep Yadav expressed disappointment as not being part of Team India's World Test Championship final squad