সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কাউকে শিখর থেকে নীচে নামাতে, বা কাউকে মুহূর্তের মধ্যে জনপ্রিয় করে তুলতে বেশি সময় লাগে না। অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই রাতারাতি ‘ইন্টারনেট সেনসেশন’ হয়ে উঠেছেন। ঠিক তেমনই একজন এখন সোশ্যাল মিডিয়া কাপাচ্ছেন। যাকে সোশ্যাল মিডিয়া আখ্যা দিচ্ছে বলিউড নায়িকা (Bollywood actress) বলে।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হচ্ছে। যেটিতে দেখা যাচ্ছে গ্রামের একটি সুন্দরী যুবতী উননের পাশে বসে রুটি বানাচ্ছেন (beautiful girl making rotis)। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পাকিস্তানের (Pakistan) এরশাদ খান। ভিডিওটিতে মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়েছে নেটাগরিকরা। আর তাই তো তাঁকে দেখে একেবারে বলিউড সুন্দরীর সাথে তুলনা করছেন তাঁরা। ভিডিওটি (Viral Video) আপনিও দেখলে মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য।

দেখুন সেই ভাইরাল ভিডিও –

 

View this post on Instagram

 

A post shared by jasmeen saini (@jasmeen_sainii)

 সেই সোশ্যাল মিডিয়ার পর্দা! যেখানে চোখ রাখলেই কতই না আজব-অদ্ভূত আর অজানা দৃশ্য চোখে পড়ে। যা দেখে নেট জনতারা কখনও মানবিকতার উজ্জ্বল নিদর্শন, কখনও চক্ষুচড়ক গাছ, তো হেসে লুটোপুটি খায়। তাই তো সময় পেলেই বা কাজের ফাঁকে কিছুক্ষণের জন্য তাঁরা ঘুরে যায় সোশ্যাল মিডিয়া থেকে। মুঠোবন্দী এই স্মার্টফোনই আজ মানুষের কাছে বিনোদনের অন্যতম উপকরণ হয়ে দাঁড়িয়েছে। যা দেয় তাঁদের ক্ষণিক সময়ের জন্য স্বস্তিও। নেটিজেনরাও তাই মুঠোবন্দী ফোনে খুঁজে বেড়ায় সেই সব স্বস্তিদায়ক দৃশ্য। এবার তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে, যা দেখে মুগ্ধ নেটদুনিয়া।

বিশ্বের এপ্রান্ত থেকে ওপ্রান্ত সর্বত্র কতই না কাণ্ড ঘটে চলে প্রতিদিন । কখনও ব্যাঙ্গাত্মক, কখনও হাস্যকর বা কখনও বিতর্কিত। সে সব কাণ্ড এখন খবু সহজেই পৌঁছে যায় মানুষের দোরগোড়ায় । সৌজন্যে সেই সামাজিক মাধ্যম । মুঠোবন্দী ফোন আর নেটপাড়ার সুবাদে সকলের হাতে হাতে এখন ভাইরাল পোস্ট পৌঁছে হযে যায় নিমেষেই । তাই দেশের আনাচে-কানাচে কী ঘটনা ঘটে চলেছে সেটাও অজানা থাকে না কারও কাছে। এবার বিয়ে বাড়িতে মণ্ডপে দাঁড়িয়ে অবাঙালি দম্পতির বিবাহের একটি মুহূর্ত এখন নেটিজেনদের বিনোদনের অন্যতম খোরাকে পরিণত হল।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.