লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল্ল প্যাটেলের একগুচ্ছ বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দেশের ৯৩ জন অবসরপ্রাপ্ত আমলা। তাঁদের দাবি, কোনও রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তাঁরা। কেবলমাত্র ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা থেকেই এই চিঠি লিখছেন। চিঠিতে তাঁদের গভীর উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে।
প্রশাসনের কোন কোন পদক্ষেপ বিতর্কিত? লাক্ষাদ্বীপে গোমাংস বিক্রি সীমাবদ্ধ করা হয়েছে, জমির নতুন নিয়ম, দ্যপানের জন্য মুসলিম অধ্যুষিত দ্বীপাঞ্চল উন্মুক্ত করে দেওয়া (যা ওখানে নিষিদ্ধ ছিল ধর্মীয় সংস্কারগত কারণে)- একের পর এক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ঘনিয়েছে। এমনকী এই সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। নেট দুনিয়ায় ট্রেন্ড হয়েছে হ্যাশট্যাগ দিয়ে সেভ লাক্ষাদ্বীপ। পার্শ্ববর্তী রাজ্য কেরলের সিপিএম-কংগ্রেস নেতারাও প্রতিবাদ জানিয়েছেন এই সিদ্ধান্তগুলির। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, প্রশাসকের এই সব পদক্ষেপ লাক্ষাদ্বীপের সংস্কৃতি এবং মানুষের জীবনযাপনকেই বিরাট চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। এমনকী, কেরলের সঙ্গে লাক্ষাদ্বীপের দীর্ঘদিনের সুসম্পর্ককেও নষ্ট করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
সরকারকে বিপাকে ফেলতেই সেন্ট্রাল ভিস্টা নিয়ে রং চড়াচ্ছে বিরোধীরা, খতিয়ান তুলে তোপ কেন্দ্রের
তবে সব সিদ্ধান্তে এখনও কেন্দ্রের সিলমোহর পড়েনি। স্বরাষ্ট্র মন্ত্রক অনুমোদন না দেওয়া পর্যন্ত সেগুলি কার্যকর হবে না। তাই এই পরিস্থিতিতে পূর্ণ সময়ের, দায়িত্ববান প্রশাসককে নিয়োগ করার আর্জি জানিয়েছেন অবসরপ্রাপ্ত আমলারা।