৫৮ দিনে সর্বনিম্ন দেশের দৈনিক করোনা সংক্রমণ, যদিও বেড়েছে দৈনিক মৃত্যু

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ অনেকটাই কমল। বিশ্ব পরিবেশ দিবসে সুখবর শোনাল দেশের দৈনিক করোনা গ্রাফ। গত ৫৮ দিনে সর্বনিম্ন সংক্রমণ দেখা গিয়েছে। আক্রান্ত হয়েছেন ১,২০,৫২৯ জন। কিন্তু দৈনিক মৃত্যু গতকালের চেয়ে ফের বেড়েছে। গতকাল যেখানে ৩ হাজারের নীচে নেমেছিল দৈনিক করোনা সংক্রমণ। এবার সেটা অনেকটাই বেড়ে গিয়েছে।

আশা জাগাচ্ছে দেশের করোনা গ্রাফ। গত কয়েকদিনে নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ। ধাপে ধাপে কমছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ৫৮ দিনে সর্বনিম্ন হয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এতেই স্বাস্থ্যমন্ত্রক মনে করছে সেকেন্ড ওয়েছ এখন অনেকটাই দুর্বল। দেশে করোনার টিকাকরণ গতি পেয়েছে। জুলাই মাস থেকে দিনে ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ডিসেম্বর মাসের মধ্যে দেশের সকলের টিকাকরণ শেষ করতে চাইছে কেন্দ্র সরকার। এমনই সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্র।

ইতিমধ্যেই দেেশ চলে এসেছে রাশিয়ার করোনা ভাইরাস স্পুটনিক ভি। সিরিম ইনস্টিটিউটকে স্পুটনিক ভি উৎপাদনের অনুমতি দিয়েছে ড্রাগ কনট্রোলার। এর পাশাপাশি দেশে আসছে ফাইজার ভ্যাকসিনও। তাতে শিশুদেরও টিকাকরণ হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। থার্ড ওয়েভ মোকাবিলায় দেশেবাসীকে প্রস্তুত রাখতে তৎপর হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কারণ এর পরে থার্ড ওয়েভের ধাক্কা আসবে বলে জানিয়েছে গবেষকরা। তার আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus update news in India on 5 June