নয়াদিল্লি: খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে শাওমির Mi 11 Lite স্মার্টফোনটি। সম্প্রতি ফের আরেকবার এমনই একটি তথ্য প্রকাশ্যে এসেছে। শাওমি আসন্ন স্মার্টফোনটি 5G এবং 4G উভয় ভেরিয়েন্টের সঙ্গে বাজারে প্রকাশ করবে। তবে মনে করা হচ্ছে ভারতের বাজারে পাওয়া যাবে শুধুমাত্র 4G মডেলটি।

শাওমির ভারতের প্রধান মনু জৈন, আসন্ন স্মার্টফোনের নাম উল্লেখ না করে কয়েকটি বিষয় টুইট করেছেন। মূলত জৈন এই টুইটে আসন্ন স্মার্টফোনে কী বৈশিষ্ট্য রাখা হবে তার একটি ভোট চেয়েছেন গ্রাহকদের কাছে । তবে শাওমি প্রধানের উল্লেখ করা ”Thin & Light” শব্দটি থেকে ভালো ভাবে অনুমান করা যায়, তিনি Mi 11 Lite স্মার্টফোনের কথাই বলছেন।

আরও পড়ুন- iQoo Z3 স্মার্টফোন: দেখে নিন দাম সহ স্মার্টফোনের একাধিক বৈশিষ্ট্যগুলি

চিনা সংস্থা শাওমির Mi 11 Lite 4G এর দাম EUR 299 (ভারতীয় মূল্যে যা ২৫,০০০ টাকা) থেকে শুরু হয়। আশাকরা হচ্ছে ভারতের বাজারে ২৫,০০০ টাকার নিচে রাখা হবে আসন্ন স্মার্টফোনের দাম। পাশাপাশি একটি প্রিমিয়াম ডিজাইন পাওয়ার প্যাক বৈশিষ্ট্য রাখা হয়েছে Mi 11 Lite 4G স্মার্টফোনে। অনকেই মনে করছেন, শাওমি বাজারে Samsung Galaxy M51, OnePlus Nord এবং আসন্ন Nord CE সঙ্গে প্রতিযোগিতা করার জন্য প্রকাশ করছে Mi 11 Lite 4G।

ভারতের বাজারে শাওমির আসন্ন Mi 11 Lite এর বৈশিষ্ট্যগুলি বিশ্ববাজারের মতো একই রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। সেই হিসেবে এই ফোনে থাকতে পারে ৬.৫৫ ইঞ্চি full-HD+ (1080 x 2400 pixels) ডিসপ্লের সঙ্গে একটি ৯০ হার্জ রিফ্রেস রেটের সুবিধা। পাশাপাশি Qualcomm Snapdragon 732G SoC দ্বারা চালনা করা হতে পারে, যাতে যুক্ত থাকবে একটি 8GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ পরিষেবা।

ক্যামেরার জন্য শাওমির ফোনে রাখা হতে পারে একটি triple rear ক্যামেরা সেট আপের ব্যবস্থা। এই সেটাআপে যুক্ত থাকতে পারে একটি 64MP primary সেন্সার, একটি 8MP ultra-wide-angle লেন্স এবং একটি 5MP সেন্সার। সেলফি এবং ভিডিও কলের জন্য গ্রাহকদের দেওয়া হতে পারে একটি 16MP সেলফি শুটারের সঙ্গে একটি f/2.45 অ্যাপার্চারের পরিষেবাও। এছাড়া Mi 11 Lite স্মার্টফোনে 4,250 mAh ক্ষমতার একটি ব্যাটারি থাকবে, যা ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.