নয়াদিল্লি: নাইজেরিয়ায় (Nigeria) অনির্দিষ্টকালের জন্য বন্ধ টুইটার (Twitter) পরিষেবা। সে দেশের সরকার টুইটার (Twitter) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অভিযোগ, নাইজেরিয়ার (Nigeria) সরকারবিরোধী কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম হিসেবে টুইটার (Twitter) ব্যবহার করা হচ্ছে।
এর জেরে দিশেহারা হয়ে পড়েছে নাইজেরিয়ার (Nigeria) বহু মানুষ। টুইটার (Twitter) নিষিদ্ধ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে (Social Media) তৈরি হয়েছে বিশাল এক শূন্যস্থান। আর সেই শূন্যস্থানই পূরণ করতে এগিয়ে এল ভারতের এক সোশ্যাল মিডিয়া (Social Media) কোম্পানি (Company)। ‘কু’-এর (Koo) মাধ্যমে নাইজেরিয়ার সোশ্যাল মিডিয়ার বাজার দখল করতে চাইছেন অপ্রামেয় রাধাকৃষ্ণা (Aprameya Radhakrishna)।
তার একটা টুইট (Tweet) সেই জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে। টুইটে (Tweet) অপ্রামেয় (Aprameya Radhakrishna) লিখেছেন, “নাইজেরিয়ায় (Nigeria) ‘কু’ (Koo) উপলব্ধ। সেখানকার স্থানীয় ভাষায় যদি তা শুরু করা যায়, তাহলে কেমন হয়?”
এই টুইটই (Tweet) মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। নেটিজেনরা তাঁর এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। অনেকেই আবার এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদের প্রাক্তনী রাধাকৃষ্ণন ও মায়াঙ্ক বিদ্যাতকা ‘কু’ (Koo) লঞ্চ করেছিলেন।
@kooindia is available in Nigeria. We’re thinking of enabling the local languages there too. What say? pic.twitter.com/NUia1h0xUi
— Aprameya R (@aprameya) June 5, 2021
প্রসঙ্গত, নাইজেরিয়ায় (Nigeria) অনির্দিষ্টকালের জন্য বন্ধ টুইটার (Twitter)। তাই এবিষয়ে নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অনির্দিষ্টকালের জন্য টুইটার (Twitter) বন্ধ করে দেওয়া হয়েছে। বিবৃতি দেওয়ার দু’দিন আগে সে দেশের প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির অ্যাকাউন্ট থেকে একটি টুইট (Tweet) মুছে ফেলে টুইটার (Tweet)।
নাইজেরিয়ার (Nigeria) তথ্য মন্ত্রী লাই মহাম্মদ বলেন, নাইজেরিয়ার (Nigeria) টুইটার (Twitter) পরিষেবা বন্ধ করা হচ্ছে কারণ সেখানকার কর্পোরেট অস্তিত্বকে খর্ব করতে পারে। নাইজেরিয়ায় টুইটারের গতিবিধি এবং উদ্দেশ্যও নাকি বেশ সন্দেহজনক।
তবে শুক্রবারের ওই মন্তব্যের পরও টুইটার নাইজেরিয়ায় (Nigeria) সচল থাকে। সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সেগুন আদেইয়েমি বলেন, প্রযুক্তিগত দিক নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে অনির্দিষ্টকালের জন্য টুইটার (Twitter) বন্ধ থাকবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.